E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

২০১৮ এপ্রিল ২৬ ১৬:০৪:৫১
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক ও ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও ক্ষতিগ্রস্ত ২০গ্রামের সমন্বয় কমিটি’র যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২মে-এর মধ্যে ১৯দফা দাবি বাস্তবায়ন না হলে ১৩মে থেকে অনিদিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতীর আল্টিমেটাম দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে।

সকালে বড়পুকুরিয়া কয়লা খনি’র ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এবং ক্ষতিগ্রস্ত ২০গ্রামের সমন্বয় কমিটি’র আহবায়ক মো. মশিউর রহমান বুলবুল।

এতে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. নূর ইসলাম, রায়হানুল ইসলাম, ক্ষতিগ্রস্ত ২০গ্রামের সমন্বয় কমিটি’র বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ও মিজানুর রহমান প্রমূখ।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের ১৩দফা দাবির মধ্যে রয়েছে সকল ধরণের ছুটির প্রাপ্য মজুরি প্রদান করা, রেশনিং ব্যবস্থা চালু রয়েছে এবং নতুন টেন্ডারে চালু রাখতে হবে, কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে একই সার্কুলারে কর্মচারী নিয়োগ এবং অগ্রানোগ্রাম অনুযায়ী আউট সোর্সেং শ্রমিক স্থায়ী নিয়োগ দেয়া, প্রফিট, ফেস, প্রোডাকশন বোনাস, ডাস্ট এ্যালাউন্স ও বৈশাখী ভাতা চালু রয়েছে তা নতুন চুক্তিতে চালু রাখা, ওভার টাইম মূল বেতনের এব বেসিক এবং বিসিএসসিএল কর্তৃক আউট সোর্সিং বেতন ভাতা ওভার টাইমসহ অন্যান্যে সুযোগ-সুবিধা দেয়া, শ্রমিকরা প্রোডাকশন ও ডেভেলপমেন্ট গ্রুপে কাজ করলে বেতন ও অন্যান্যে সুযোগ-সুবিধা দেয়া, সকল শ্রমিকদের নিজ নিজ পদবিসহ মানসম্মত বেতন দিতে হবে, আন্ডারগ্রাউন্ড শ্রমিকদের ৬ঘন্টা ডিউটি করাতে হবে, চুক্তি অনুযায়ী সকলকে নিয়োগ দিতে হবে, প্রতিবছর ৪০% দক্ষ শ্রমিকে উন্নিত করতে হবে, নতুন এমপিএমএন্ডপি চুক্তিতে এক্স.এম.সি/সি.এম.সি কনসোটিনিয়ামের সকল শ্রমিকদের বেতনভাতা ও অন্যান্যে সুযোগ-সুবিধা বিসিএমসিএল কর্তৃক তৃতীয় পক্ষের মতো প্রদান করতে হবে, সকল শ্রমিকদের গ্রাচুইটি দিতে হবে, ২.১৬.২ অনুচ্ছেদের নতুন এমপিএমএন্ডপি চুক্তিতে উৎপাদন ও উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিদের অতিরিক্ত ৩০%পরিবর্তে ৭০% প্রদান করতে হবে।

ক্ষতিগ্রস্ত ২০গ্রামের সমন্বয় কমিটি’র ৬দফা দাবির মধ্যে রয়েছে ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে ফাটল ধরা ঘরবাড়ির উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো থেকে যোগ্যতা অনুসারে কয়লাখনিতে চাকরির ব্যবস্থা করা, চাকরির ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের জন্য কোঠা প্রথা চালু করা, ফুলবাড়ী থেকে খয়েরপুকুরহাট ও চৌহাটি হয়ে ধূলা উদাল পর্যন্ত রাস্তাটি চলাচলের উপযোগী করা, বড়পুকুরিয়া বাজার সংলগ্ন রাস্তার বিকল্প রাস্তা নির্মাণ করা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ মাঠসহ পূর্বে অধিগ্রহণকৃত ৬২৭একর জমির সকল বকেয়া পরিশোধ করা, ২০০৭সালের মে সরকার কর্তৃক নির্দেশিত পেট্রোবাংলা কয়লাখনি ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে স্বাক্ষরিত ১০দফা চুক্তি বাস্তবায়ন করা এবং আন্দোলনকারি নেতাকর্মী নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, আগামী ১২মে-এর মধ্যে ১৯দফা দাবি বাস্তবায়ন না হলে ১৩মে থেকে অনিদিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতীর আল্টিমেটাম দেয়া হয়েছে সংবাদ সম্মেলনে।

ক্ষতিগ্রস্ত ২০গ্রাম সমন্বয় কমিটির আহবায়ক মশিউর রহমান বুলবুল বলেন, খনিতে ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের ফলে ভূকম্পন ও ভূমি ধ্বসের কারণে খনি এলাকার প্রতিটি ঘরবাড়িতে ফাটলসহ মাটি ফেটে ও দেবে গেছে। এতে ব্যাপক ক্ষতির মধ্যে পরেছেন গ্রামবাসী।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিঃ (বিসিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী হাবিব উদ্দিনের বলেন, ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর ফেটে যাওয়া ঘর-বাড়ীর ক্ষতিপূরন দেয়া হয়েছে এরপরেও কেন তারা আন্দোলন করছে এটি তার বোধদয় নয়, এছাড়াও আন্দোলনরত শ্রমিকরা কোম্পানীর ঠিকাদারী প্রতিষ্ঠান চিনা কোম্পানী এক্স.এম.সি/সি.এম.সি-এর শ্রমিক এই বিষয়টি তারাই দেখবেন।

(এসিজি/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test