E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি 

২০১৮ এপ্রিল ২৬ ১৬:৫৫:৫২
ধামরাইয়ে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : বুধবার রাতে ধামরাইয়ের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ফসল, গাছ পালা, বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে পৌর এলাকার চার নং ওর্য়াড কাউন্সিলর শিখা আক্তারের বাড়ির টিনের ঘর ভেঙ্গে পড়েছে। ঝড়ের কবলে পড়ে ধামরাইয়ে কর্মরত দৈনিক মানব কন্ঠের সাংবাদিক রাজিব হোসেন আহত হয়েছে। অন্ধকার রাতে ঝড়ে গাছ পালা সড়কের উপর ভেঙ্গে পরে যোগাযোগ অনেক সময় ধরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের কবলে পড়ে ধামরাইয়ে কর্মরত দৈনিক মানব কন্ঠের সাংবাদিক রাজিব হোসেন আত হয়ে। ধামরাইপৌর এলাকার গোড়স্থানের সামনে বিদ্যুতের খুটি পড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ গভীর রাত পর্যন্ত বন্ধ হয়ে যায়। আম, পেপে ও কলা গাছের ক্ষতি হয়েছে। 

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যূৎ লাইন ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধহয়ে যায়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে ভোট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ভোট্টা গাছগুলি ঝড়ে মাটিতে ন্যুয়ে পড়েছে। শব্জী বাগান গুলি ঝড়ে লন্ড ভন্ড হয়েছে। অনেক পাকাধানী জমি পানিতে ডুবেগেছে।

কৃষক জাকির মিয়া বলেন ঝড়ে তার শব্জী বাগান কলা বাগান ভোট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। তার এলাকার অনেক আম গাছে আম পড়েগেছে।

কালামপুরের মোখলেছুর রহমান বলেন, ঝড়ে গাছের ঢালা পড়ে এলাকার যোগাযোগ অনেক সময় বিভিন্ন হয়ে যায়। পড়ে এলাকা বাসির সযোগিতায় গাছের ঢালা রিয়ে নিয়ে চলাচলের ব্যবস্থা করেছে।

সাংবাদিক রাজিব হোসেন জানান, রাতে ঝড় শুরু হলে তিনি দৌড়ে বাড়ি প্রবেশের কালে গাছের ঢালায় আঘাত লেগে হাতে আঘাত প্রাপ্ত হন । রাজিবের হাত রক্তাক্ত হলে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান।

ধামরাই পল্লী বিদ্যূৎ অফিসের প্রকৌশলী মোঃ আঃ বাতেন জানান ঝড়ে ধামরাইয়ে চারটি বিদ্যুৎ খুটি ভেঙ্গে পড়েছে। তার ছিড়েছে অনেক স্থানে । এর ফলে রাতে দি্যুৎ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ অফিসের কর্মীরা রাত ভর খোজে খোজে ক্ষতিগ্রস্থ এলালাকয় গিয়ে কাজ করেছে। বৃহস্পতিবার সকালে সকল স্থানেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।এাড়াও আরো অনেক ক্ষতি সাধিত হয়েছে।

ধামরাইয়ের পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর জানিয়েছেন রাতে প্রচন্ড ঝড়ে দি্যুৎ খুটি পড়ে গিয়ে রাতে বিদ্যুৎ বন্ধ থাকে।পৌর গোস্থান সংলগ্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন পড়ে যায়। গোটা এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, পৌর সার চার নং ওর্য়াডের মহিলা কাউন্সিলর শিখা আক্তারের একটি টিনের ঘর ভেঙ্গে পড়ে অনেব ক্ষতি সাধন হয়েছে।এাড়াও বিভনন সথানে আরো বেশ কিছু কাচা বাড়ি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান মেয়র।

(ডিসিপি/এসপি/এপ্রিল ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test