E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার

২০১৮ এপ্রিল ২৭ ১৬:০৯:১৭
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৮ আগামীকাল শনিবার । এ নির্বাচনকে ঘিরে দিনাজপুর শহর পেষ্টার-ব্যানার-ফ্যাষ্টুনে ছেয়ে গেছে। মোটর পরিবহন শ্রমিকদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-আমেজ। 

এবারের নির্বাচনে ২২টি পদের মধ্যে সভাপতিসহ ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১টি পদে এবার ৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ সম্পাদক পদে সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা তৃতীয়বারের মত নির্বাচিত হলেন দিনাজপুর পরিবহন সেক্টরের জনপ্রিয় শ্রমিক নেতা ফজলে রাব্বি।

আগামীকাল শনিবার দিনাজপুর শহরের সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হবে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৮। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্নের জন্য ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কমিশনের আহবায়ক আব্দুল কাউয়ুম জানিয়েছেন, বিগত নির্বাচনের মতো এবারো সুষ্ঠু পরিবেশে শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতারা হলেন,খন্দকার হবিবর রহমান বাদশা (মোটর প্রতিক), মো. আব্দুল হাকিম (উট), এম রফিক (ছাতা) ও মোহাম্মদ আলী (বটগাছ)। সহ-সভাপতি পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,মো. সাইফুর রাজ চৌধুরী (পানি জাহাজ), মো. রওশন আলী (লাঙ্গল), মো. তৈয়ব আলী (ট্রাক্টর) ও সৈয়দ শওকত আলী তোতা (হারিকেন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,গোলাম মোস্তফা বাবু (মশাল), মো. আঃ কাইয়ূম শেখ চেয়ার), মো. এনামুল হক (মোমবাতি) ও শেখ বাদশা (গামছা)। সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, মো. শাহিনুর ইসলাম (গাভী), মো. মিজানুর রহমান (টায়ার), মো. মীর হোসেন (জোড়া কবুতর) ও মো. ইলিয়াস হোসেন মুন্না (কুড়াল)।সাংগঠনিক সম্পাদক পদে ৭ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,মো. সাহাবুব আলম (খেজুরগাছ), মো. আফজাল আলী টুন্না (বন্দুক), মো. খোকন (রিক্সা), মো. শরিফুল আলম (উড়োজাহাজ), মো. আদম আলী মানিক (ক্যামেরা), মো. আনোয়ার হোসেন (বাঘ) ও উদয় চক্রবর্তী (বই)। সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,মা. রমজান আলী (স্টিয়ারিং), দিলিপ সরকার পলু (জগ) ও মো. শরিফ (ডাব)।

অর্থ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, মো. ইব্রাহিম (তালা) ও আব্দুস সামাদ আলী (মোবাইল ফোন)। সড়ক সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,মো. লিটন ইসলাম জাদ (কুলা), মো. সামসুল আলম (নৌকা), মো. মর্তুজা (হরিণ) ও মো. জাকির হোসেন (ঘোড়া)। সহ-সড়ক সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, মো. আফজাল হোসেন (সিংহ), মো. সিরাজুল ইসলাম (অটো) ও মো. ইকবাল হোসেন মিন্টু (কাপ-পিরিচ)। দপ্তর সম্পাদক পদে ২ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,মো. রহিদুল ইসলাম রেজু (চাবি) ও মো. রাজা মিয়া (মই)। সমাজ কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,মো. সোহেল (টেবিল), মো. আলম (গীটার) ও মো. আঃ সালাম (সেলাই মেশিন)। প্রচার সম্পাদক পদে ৪ জন প্রার্থী হলেন,মো. জহুরুল ইসলাম (মাছ), মো. রফিকুল ইসলাম (ঘুড়ি), মো. জনি (প্রদীপ) ও মো. আপেল মাহমুদ (মোটরসাইকেল)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী হলেন,মো. জাহিদ হাসান (ব্যাট-বল), মো. মোশারফ হোসেন (টিউবওয়েল), মো. মিন্টু রেলগাড়ী) ও মো. লিটন (মিনার)।
এছাড়া কার্যকরি সদস্যের ৭টি পদে ২৬ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন,মো. আব্দুস সালাম জমশেদ (প্রজাপতি), মো. বাদশা আলী (হুক্কা), মো. নুর আলম শেখ (তারা) , মো. রিন্টু (হাতি), শ্রী প্রেমহরি রায় (টেলিভিশন), মো. সিরাজুল ইসলাম সিরাজ (টেলিফোন), মো. আবুল কালাম আজাদ (কলস), মো. হাসিনুর রহমান কালু (কড়াই), মো. আলমগীর হোসেন (বাইসাইকেল), মো. আনোয়ার হোসেন (কুড়েঘর), মো. নাসির হোসেন রতœ (তলোয়ার), মো. আনোয়ার আলী (পাখা), মো. হাবিবর রহমান (মোরগ), মো. হবিবর রহমান (আম), মো. এমাজ (হাঁস), মো. এখলাস (ভ্যান), মো. হাসমত আলী (চিরুনী), মো. সবুজ (চশমা), মো. আহিদুল ইসলাম (হাতুড়ি), মো. নজরুল ইসলাম (ঢোল), মো. মেহরাজ মিয়া জীবন (কাঁঠাল), মো. শাকিল (ডালিম), মো. মুন্না (শাপলা), মো. মাহাবুব আলম (আনারস), মো. উজির (হ্যান্ডমাইক) ও ফারুক আহম্মেদ (ধানেরর্শীষ)।

(এসএএস/এসপি/এপ্রিল ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test