E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শায়েস্তাগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

২০১৮ এপ্রিল ২৭ ১৭:০৫:৪১
শায়েস্তাগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ও পুলিশের মধ্যে সৃষ্ট সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় অধিবাসীরা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-সিলেটে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করলে তা বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার অটোরিকশা সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সড়ে যেতে বললে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করলে বৃহস্পতিবার ৫টি অটোরিকশা আটক করে পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে শ্রমিকরা নসরতপুর মোড়ে মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের নিষেধ করে। এর জের ধরে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

(এমইউএ/এসপি/এপ্রিল ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test