E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ঘুড়ি উৎসব সম্পন্ন

২০১৮ এপ্রিল ২৮ ১৬:১৩:৪৯
লোহাগড়ায় ঘুড়ি উৎসব সম্পন্ন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় অনুষ্ঠিত হলো আবহমান গ্রাম বাংলার ৪র্থতম ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানো উৎসব।  শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে দিনব্যাপী হাজার ঘুড়ির বর্ণিল উপস্থিতি ছিল চোখে পড়ার মত । বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ, শিশ সহ নানা বয়সী হাজারো দর্শক ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করে।

লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে। ঘুড়ি উৎসবে নানা ধরনের ও বিভিন্ন আকারের অর্ধশতাধিক ঘুড়ি অংশ গ্রহণ করে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল 'ঘুড়ি কাটাকাটি প্রতিযোগীতা। আর এই প্রতিযোগীতার পুরস্কার গুলোও ছিল আকর্ষনীয়। প্রতিযোগীতায় অংশ নেয় লোহাগড়া উপজেলাসহ আশপাশের বিভিন্ন উপজেলা হতে আগত প্রায় ১০০ জন প্রতিযোগী। এই ধরনের প্রতিযোগিতা কয়েক হাজার দর্শকদেকে মুগ্ধ করে তোলে।
৪র্থ তম এ উৎসবের সন্ধ্যার পর ফানুস ওড়ানো ও বাজি ফোঁটানো। সকল কুসংস্কার ভেদ করে আলোকিত হয়ে উঠবে আমাদের এই সোনার বাংলাদেশ এমন প্রত্যয় নিয়ে এসব বাজি ফোনানো ও ফানুস ওড়ানো হয়।

আয়োজকদের মধ্যে অন্যতম তানভীর আহমেদ প্লাবন বলেন, আমরা এতো বেশি কর্মব্যস্ত হয়ে পড়েছি যে বিনোদনের কোন সুযোগ হয় না। সে কারণে একটু নির্মল আনন্দ দিতেই এমন আয়োজন। গত চার বছর ধরে আমাদের পূরনো ঐতিহ্যকে ধরে রাখতে এ উৎসবের আয়োজন করে আসছি।

উৎসবে আগত অনেকেই বলেন, গ্রাম বাংলার কয়েকটি ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে ঘুড়ি ওড়ানো উৎসব অন্যতম। বিভিন্ন এলাকায় এ ধরনের আয়োজনের মধ্য আমাদের ঐতিহ্য সব উৎসব টিকে থাকবে বলে সকলে বিশ্বাস করে’’।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আরাফাত হোসেন। এসময় লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু আচার্য, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান প্রমুখ।

(আরএম/এসপি/এপ্রিল ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test