E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে রাস্তা কেটে খাল বানিয়ে পালিয়েছে ঠিকাদার

২০১৮ এপ্রিল ২৯ ১৮:৫১:৩৯
গৌরীপুরে রাস্তা কেটে খাল বানিয়ে পালিয়েছে ঠিকাদার

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর : ভিত্তিপ্রস্থর স্থাপনের আজ একবছর পূর্তি। ২০১৭ সালের এইদিনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ কেরামতিয়া মসজিদ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। এরপর রাস্তা পাকাকরণের জন্য বক্স কেটে ফেলে রেখে ‘খাল’ বানিয়ে পালিয়েছে ঠিকাদার।

উদ্বোধনের পর রাস্তার ‘সেন্ড ফিলিং ও মেগাডম’ করার জন্য প্রায় দুই ফুট গর্ত করে বক্স কাটা হয়। কিছু অংশে বালি ভরাট করা হয়। তবে সিংগভাগ অংশেই সেন্ড ফিলিং না করায় বৃষ্টিতে পানি জমে এখন খালে পরিণত হয়েছে। রাস্তা’র একপাশে গুজিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যপাশে দেওয়ানবাগী নিম্নমাধ্যমিক বিদ্যালয়। দু’টি বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংখ্যা সাড়ে ৬শ। শেষ প্রান্তে কেরামতিয়া জামে মসজিদ। যেখানে প্রতি শুক্রবার মহিলা ও পুরুষদের পৃথক জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন দুই-তিন হাজার মুসুল্লী। এই মসজিদে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসুল্লীরা নামাজে শরীক হন।

জনগুরুত্বপূর্ণ এ সড়কটি’র কারণে কৃষকের উৎপাদিত পন্য পরিবহনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ বোরে মৌসুমে উৎপাদিত ধান বাজারেও নিতে পারছেন না বলে জানান গুজিখাঁ গ্রামের কৃষকরা। সৃষ্ট খালের দু’পাড় দিয়ে মসজিদে যাওয়ার সময় শুক্রবার (২৭ এপ্রিল) কর্দমাক্ত হয়ে যাওয়ায় ১৬জন মুসুল্লী নামাজ না পড়েই চলে যেতে হয়েছে। একুট বৃষ্টি হলেই রাস্তার দু’ধারের প্রায় ৪শ বাড়িঘরের মানুষ গৃহবন্দি হয়ে পড়ে।

ব্যবসায়ী মো. আব্দুল আজিজ জানান, রাস্তা এইভাবে কাটার পর থেকে মোটর সাইকেল ব্যবহার করতে পারছি না। চালের বস্তাও মাথায় করে আনতে হচ্ছে। শিশুদের নিয়ে সবচেয়ে বিপদে পড়েছে মা। এ প্রসঙ্গে গুজিখাঁ গ্রামের ৭০উর্ধ্ব মোছা. জাহেদা খাতুন জানান, ৩ ছেলের ৭টি নাতিকে নিয়ে আছে মহা-বিপদে। একটু চোখের আড়াল হলেই গর্তে নেমে পড়ে।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, এলজিইডি’র সাথে নেত্রকোনার সুশ্রী রানী সাহা এন্টারপ্রাইজের সাথে ৩শ মিটার রাস্তা নির্মাণের জন্য ১৭ লাখ ৪৪ হাজার ৭৯০ টাকায় চুক্তিবদ্ধ হয়। এ কাজের মাধ্যমে উপনির্বাচনে নির্বাচিত এমপি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, নিজ নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের শুভ সূচনা করেছিলেন।

তিনি বলেন, ঠিকাদারের ওয়াকপারমিট বাতিল করা হবে। জনমানুষের দুর্ভোগ যারা সৃষ্টি করেছে, প্রয়োজনে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।

কাজের তদারকি অফিসার উপজেলা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, সর্বশেষ ১৫দিন আগেই কাজ করার জন্য তাগিদাপত্র দেয়া হয়েছে। অফিসিয়াল ও মৌখিকভাবে প্রায় শতবার বলার পরেও ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছে না। রাস্তা কেটে ওরা এখন পালিয়েছে।

এদিকে রামগোপালপুর ইউনিয়নের মেম্বার মো. সাহেব আলী জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগাযোগ করার পরও কাজ করছে না। জনদুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। ৬/৭দিন আগে ঠিকাদারের লোক ফারুক এসেছিলো, লোকজন এগিয়ে যেতেই মোটর সাইকেল নিয়ে দ্রুত পালিয়ে গেছে। লোকজন দৌড়ে গিয়েও ধরতে পারেনি।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, সরকারের কাজ ফেলে রেখে ঠিকাদার জনমানুষের দুর্ভোগ সৃষ্টি কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআইএম/এসপি/এপ্রিল ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test