E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘সবার সহযোগিতায় সুন্দর কেন্দুয়া গড়তে চাই’

২০১৮ এপ্রিল ৩০ ২২:০৫:০৬
‘সবার সহযোগিতায় সুন্দর কেন্দুয়া গড়তে চাই’

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া  (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ে এক বিশেষ সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ বলেন সবার সহযোগিতায় মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং ও বাল্য বিয়ে মুক্ত একটি সুন্দর কেন্দুয়া গড়তে চাই।

সভার প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন ভূঞা বলেন, আইন শৃঙ্খলার উন্নয়নে এবং সুন্দর কেন্দুয়া গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি কেন্দুয়া বাজারের অবস্থা খুবই নাজুক দাবি করে বলেন, তহ বাজারের জায়গাটি একসনা লিজ দেয়া হয়েছে। এখন সেই সব লিজি ব্যক্তিরা সরকারের কাছ থেকে লিজ নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে আবার অন্যের নিকট মোটা অংকের টাকায় ভাড়া দিচ্ছে। এতে বাজারের সাধারণ ব্যবসায়ীদের খুবই অসুবিধা হচ্ছে।

কেন্দুয়া পৌরসভার মেয়র মো: আসাদুল হক ভূঞা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা বাজার কমিটির সভাপতি মো: এনামূল হক ভূঞাসহ সকলেই কেন্দুয়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের জোর দাবী জানিয়ে উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এ দাবির প্রেক্ষিতে সভার সভাপতি ইউএনও মুকতাদিরুল আহমেদ জানান, যারা লিজের শর্ত ভঙ্গ করে অবৈধ স্থাপন নির্মান করেছেন তাদেরকে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে উচ্ছেদ করা হবে।

এদিকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, মাদক, জুয়া, জঙ্গি ও সকল অপরাধ মুক্ত সুন্দর গড়ার ক্ষেত্রে সকলকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। তিনি বিভিন্ন অপরাধমূলক কাজ নির্মূলে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান।

কেন্দুয়া জয়হরী স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জুলফিকার বলেন, বিদ্যালয়ের খেলার মাঠের উত্তরাংশে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছে কতিপয় লোকেরা। এতে খেলার মাঠের সুন্দর্য্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। তাছাড়া বিদ্যালয়ের পিছনে ভাড়া নেয়া দোকানদাররা বিদ্যালয়কে ভাড়া না দিয়ে উল্টো অবৈধ স্থাপনা নির্মান করছে। তিনি এ বিষয়ে উপজেলা প্রশাসনের সহযোগীতা কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলা শফিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক নেতা মহিউদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস প্রমুখ।

(এসবি/এসপি/এপ্রিল ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test