E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে সংখ্যালঘু পরিবারের উপর হামলা আহত ৪

২০১৮ মে ০১ ১৫:৫৬:১৫
হালুয়াঘাটে সংখ্যালঘু পরিবারের উপর হামলা আহত ৪

জোটন চন্দ্র ঘোষ, ময়মনসিংহ : হালুয়াঘাটে তুচ্ছ ঘটনায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়ে একই পরিবারের ৪জনকে আহত করেছে একই গ্রামের সুজা ও সবুজ নামক দুই ভাই। ৩০ এপ্রিল অপরাহ্নে ধরাবন্নি নামক গ্রামে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার ধুরাইল ইউনিয়নের ধরাবন্নি গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্য হরিলাল রবিদাসের স্ত্রী স্বন্দেশী রানী রবিদাস,জগদিশ রবিদাসের স্ত্রী ছায়া রানী রবিদাস, আংটি রবিদাসের স্ত্রী কুসুমী রবিদাস ও ছিনারাম রবিদাসের কন্যা এইচএসসি পরিক্ষার্থী পুতুলি রবিদাসকে একই গ্রামের মৃত মজিদ মিয়ার পুত্র সবুজ ও সুজা মিয়া পুকুরে ২টি হাঁস যাওয়াকে কেন্দ্র করে ৩০ এপ্রিল অপরাহ্নে হামলা চালিয়ে আহত করে। আহত মহিলাগণ বাঁচার জন্য নিজেদের বাড়িতে আশ্রয় নেওয়ার পর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেন। স্থানীয়রা আহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আহত মহিলাগণ সাংবাদিকদের জানায়, মজিদ মিয়ার পুত্র সবুজ ও সুজা তাদের পুকুরে ২টি হাঁস যাওয়াকে কেন্দ্র করে তাদেরকে বেদড়ক মারপিট করেন। স্থানীয় শ্মশানের জমি দখল করে পুকুর খননের পর থেকে উক্ত ব্যক্তিগণ বিভিন্ন সময় তাদের সাথে ঝগড়ায় লিপ্ত থাকতেন।

এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান একাদিক বার সালিশ দরবার করেও তাদের সাথে সমঝোতা করতে পারেন নি। হাঁস যাওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে মারধর করেন। বাঁচার জন্য নিজেদের বাড়িতে আশ্রয় নেওয়ার পর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেন। আহত পুতুলি রবিদাস চলমান এইচএসসি পরবর্তী পরিক্ষায় অংশ গ্রহন করতে পাড়বেন কিনা সন্দিহান প্রকাশ করেন। তারা এঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

এ বিষয়ে সবুজ ও সুজা মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার পিপিএম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

(জেসিজি/এসপি/মে ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test