E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় মহান মে দিবস পালিত

২০১৮ মে ০১ ১৬:৩৬:৫৭
নওগাঁয় মহান মে দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে নওগাঁয় মহান মে দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক বাসভবন চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

দুপূর ১২টার দিকে জেলা শ্রমিকলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের অফিস চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়। রালীতে নেতেত্ব দেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। একই সময় শহরের লাইব্রেরীপট্টি থেকে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ট ভ্যান ও স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালী বের করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্বে দেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ। দুপূর সাড়ে ১২ টায় সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মরছুল উচ্চ বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। পরে স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে পৃথক পৃথক ভাবে র‌্যালী বের করে।

অপরদিকে নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ অফিস চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আম চত্বরে গিয়ে শেষ হয়। কয়েক হাজার শ্রমিক নেতা-কর্মী ও সমর্থক শোভা যাত্রায় অংশগ্রহণ করেন। পরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুস সালামের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ ইসরাফিল আলম এমপি।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, জাতীয় শ্রমিক আত্রাই শাখার সাধারন সম্পাদক সোয়ব সরদার প্রমূখ। দিবসটিকে ঘিরে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিনভর নানা কর্মসূচি পালন করে। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(বিএম/এসপি/মে ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test