E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে একদিনে চারজনের অস্বাভাবিক মৃত্যু

২০১৮ মে ০১ ২৩:০৮:৩৫
রাজৈরে একদিনে চারজনের অস্বাভাবিক মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে একই দিনে পৃথক পৃথক ঘটনায়  ৪ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । এদের সকলককে আশংকাজনক অবস্থায় রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানায়, রাজৈর উপজেলার ইশুবপুর ইউনিয়নের জহিরুল ইসলামের ছেলে জোনায়েত হোসেন (৭) আজ মঙ্গলবার সকালে পানিতে ডুবে মারা গেছে। সবার অলক্ষ্যে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে আকস্মিক পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজা খুঁজির পর উক্ত পুকুর থেকে জোনায়েতকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, আজ মঙ্গলবার দুপুরে একই উপজেলার খালিয়া গ্রামে তৃপ্তি অধিকারি (৫৫) নামক এক গৃহবধূ বিদ্যেৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সকালে গৃহবধূ নিজ ঘরে কাজ করছিলেন। আকস্মিক ঘরের বেড়ার সাথে হাত দিলে বিদ্যুদ তাড়িত হোন। পরে আশংকা জনক অবস্থায় তাকে রাজৈর হাসপাতালে আনা হলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করে। নিহত তৃপ্তি অধিকারি রাজৈর উপজেলার খালিয়া গ্রামের প্রদ্যুৎ অধিকারির স্ত্রী।

অপরদিকে বিকালে মোসারেফ হাওলাদার (৫০) নামের এক জন আচমকা অসুস্থতা অনুভব করলে তাকে রাজৈর হাসপাতালে আনা হয়। এসময় কর্তর্বরত চিকিৎসক তার রৃত জন্তের ক্রয়া বন্দ হয়ে মারা গেছে বলে জানায়।

এছাড়াও উৎপল মন্ডল (৪০) নামের এক নির্মান শ্রমিক আজ বিকালে কাজ করতে গিয়ে হাউজ এর ছাদ সেন্টারিং ধসে পড়ে মারাক্তক ভাবে আহত হয়ে রাজৈর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উৎপল পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার উপেন মন্ডল এর ছেলে।

(এমআরএস/এসপি/মে ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test