E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

২০১৮ মে ০৩ ১৮:০৯:১২
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি : ‘সাংবাদিক নির্যাতনকারীদের বিচার করো, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করো’ এই দাবি নিয়ে নোয়াখালী প্রেসক্লাব সহ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা সহ নোয়াখালীতে নানা আয়োজনের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে নোয়াখালী প্রেসক্লাবের আয়োজনে জেলার সকল উপজেলার সাংবাদিকদের পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯ উপজেলার সাংবাদিকরা অংশ নেন।

বৃহস্পতিবার (০৩ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে সাংবাদিকদের এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন শ্লোগানে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্রথম আলোর নিজেস্ব প্রতিনিধি মাহবুবুর রহমান, সময় টিভির জেলা প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, সমকাল নোয়াখালী দক্ষিন প্রতিনিধি নসু, চলতিধারা সম্পাদক এমবি আলম, মানবজমিন স্টাফ রিপোর্টার বাদল, নয়া পৃথিবী সম্পাদক জাহাঙ্গীর আলম, চ্যানেল এসটিভি জেলা প্রতিনিধি ও সময়ের কণ্ঠস্বর স্টাফ রিপোর্টার মো: ইমাম উদ্দিন সুমন, প্রতিদিন আমার সংবাদ স্টাফ রিপোর্টার মুজাহিদুল ইসলাম সোহেল, কলকাতা টিভির নোয়াখালী প্রতিনিধি আব্দুল্যাহ রানা, দৈনিক আমাদের সময় পত্রিকার কোম্পানিগঞ্জ প্রতিনিধি নুর আলম বিপ্লব, মোহনা টিভির কবিরহাট প্রতিনিধি মো: হাসান রবিন, সিএনএনবাংলা টিভির ক্রাইম রিপোর্টার কাজি মহিউদ্দিন রবিন, আজকালের খবর কবিরহাট প্রতিনিধি মো: সেলিম। সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

একই সময় ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ নোয়াখালী শাখার উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ফয়জুল ইসলাম জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন শাহীন, নির্বাহী সদস্য মুলতানুর রহমান মান্না সহ সাংবাদিকবৃন্দ।

সঞ্চালনা করেন, সাংগঠনিক সম্পাদক আরেফিন শাকিল। অপরদিকে, দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে নোয়াখালীর জিরো পয়ন্টে চৌরাস্তায় নোয়াখালীর টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মনির হোসেন বাবু’র নেতৃত্বে একটি র‌্যালি বের করে।

(আইইউএস/এসপি/মে ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test