E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপার বুড়াগৌরাঙ্গ নদীতে ফেরি চালু

২০১৮ মে ০৬ ১৬:৪০:৪২
গলাচিপার বুড়াগৌরাঙ্গ নদীতে ফেরি চালু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : অবশেষে পূরণ হচ্ছে লাখো মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশিত স্বপ্ন। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বুড়াগৌরাঙ্গ নদে ফেরি সার্ভিস চালুর মাধ্যমে তাদের এ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বুধবার (২ মে) অনুষ্ঠানিক এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ও পটুয়াখালী-৩ আসনের সাংসদ আখম জাহাঙ্গীর হোসাইন। 

এ নিয়ে এলাকাবাসীর মাঝে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। জেলার অন্যতম স্রোতস্বিনী ও বিপদসঙ্কুল নদ বুড়াগৌরাঙ্গ। প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্য এ নদটির উৎস মুখ বঙ্গোপসাগরে। ফলে সামান্য বায়ু প্রবাহে বছরের অধিকাংশ সময় নদটি উত্তাল থাকে। বহুবার ঘটেছে নৌ-দুর্ঘটনা।

২০০৫ সালে লঞ্চডুবিতে শতাধিক যাত্রী মারা যায়। নদটি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল, চরবিশ্বাস, দশমিনা উপজেলার চরবোরহান, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের প্রায় ৭০টি গ্রামকে মূল ভূখন্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। এসব এলাকার মানুষের উপজেলা-জেলা সদরে যাতায়াতে যুগের পর যুগ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। দিনের বেলা নদটিতে ঝুঁকিপূর্ণ খেয়া পারাপারের কোন রকম ব্যবস্থা থাকলেও রাতে তা পুরোপুরি বন্ধ থাকে। এসময় দুর্ভোগ হয় আরও তীব্র।

স্থানীয়রা সাগরকন্যাকে জানান, পটুয়াখালী ও ভোল জেলার চার উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন পাঁচটি ইউনিয়নের অন্তত ৭০টি গ্রামের আড়াই লাখ মানুষ এ ফেরি সার্ভিস চালুর ফলে সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।

এসব এলাকার কৃষি, মৎস্য, পর্যটন এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতেও লাগতে যাচ্ছে ইতিবাচক পরিবর্তনের হাওয়া। এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের একটি চাওয়া পূরণ হতে যাচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বরিশালের নির্বাহী প্রকৌশলী মামুন-উর-রশিদ সাগরকন্যাকে বলেন, নৌমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে ‘কেতকী’ নামের একটি অত্যাধুনিক ফেরি সার্ভিস চালু করা হচ্ছে। ফেরিতে এক সঙ্গে অন্ততঃ ২০-২৫টি গাড়ি পারাপার করা যাবে। এরই মধ্যে নদীর বদনাতলী ও চরশিবা ঘাটে জেটি স্থাপন করা হয়েছে। নদীতে কিছু ডুবোচর রয়েছে। তা অপসারণে ড্রেজিং করা শুরু হয়েছে। এ ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘ যুগের্র দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।

(এমকেআর/এসপি/মে ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test