E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মানববন্ধন ও সমাবেশ

২০১৮ মে ০৭ ১৬:৫৮:৫৯
কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মানববন্ধন ও সমাবেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মধ্যবর্তী চিংগুড়িয়া খালের বিভিন্ন
স্থানে একাধিক বাঁধ ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শত শত পৌরবাসী।

সচেতন সাগরিক ফোরাম’র আয়োজনে সোমবার সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন সড়কে এ মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, কমিউনিষ্ট
পার্টির কলাপাড়ার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কৃষকলীগ সভাপতি আখতাউর রহমান হারুন প্রমুখ।

বক্তারা বর্ষা মৌসুমের আগে অবৈধভাবে খাল দখলদারদের উচ্ছেদ ও বাঁধ আপসারণের জন্য উপজেলা ও ভুমি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেণ।

উল্লেখ্য, কলাপাড়া পৌর শহরের পানি নিস্কাশনের প্রধান খালটির বিভিন্ন স্পট দখল করে একাধিক পাকা, আধাপাকা স্থাপনা নির্মান করা হয়েছে। এ কারণে বর্ষা মেীসুমে পানি নিস্কাশন হতে না পারায়
পৌর শহরে জলাবদ্ধতা দেখা দেয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান উপজেলার সকল খালে অবৈধ দখলদারদের তাদের নির্মিত স্থাপনা ও বাঁধ অপসারণের নির্দেশ দিয়ে একাধিকবার মাইকিং করেণ। কিন্তু দখলদাররা তাদের অবৈধ স্থাপনা অপসারণ করেণি। উল্টো পৌর শহরের প্রধান খালটিসহ উপজেলার
বিভিন্ন খাল দখল করে স্থাপনাসহ পুকুর নির্মান চলছে।

(এমকেআর/এসপি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test