E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

২০১৮ মে ০৭ ১৭:০০:৫১
গৌরীপুরে পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামাগোপালপুর ইউনিয়নের চরধূরুয়া গ্রামে রোববার গভীর রাতে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সরকারের পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে তারই আপন চাচাতো ভাই আব্দুল মজিদ সরকারের বিরুদ্ধে। তবে মাছ নিধনের অভিযোগ অস্বীকার করেছেন মজিদের পরিবারের লোকজন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুস সালাম রামগোপালপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জমি সংক্রান্ত বিষয়ে সালামের সাথে বিরোধ চলছিলো চাচাতো ভাই মজিদের সাথে। বিরোধের জের কিছুদিন আগে মজিদ পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার হুমকি দেয় সালামকে। এরপর গত সোমবার সকালে প্রতিবেশীরা সালামের পুকুরে শত শত মরা মাছ ভেসে থাকতে দেখে।

আব্দুস সালাম বলেন, এক বছর আগে আমি ৩০ হাজার খরচ করে পুকুরে রুই, কাতলা, মৃগেল, সিলভার সহ বিভিন্ন প্রজাতির পোনা ছাড়ি। কিন্তু পুকুরের জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল মজিদ ও তাঁর ছেলে ওয়াসিত বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। আমি এ ঘটনা বিচার চাই।

এ বিষয়ে কথা বলার জন্য সোমবার দুপরে আব্দুল মজিদের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে আব্দুল মজিদের মেয়ে আকলিমা জানান, পুকুরে বিষ দেয়ার সাথে আমার বাবা ও ভাই জড়িত নয়। পূর্ব শত্রুতার জের ধরে মাছ নিধনের ঘটনায় আমার পরিবারের লোকজনকে জড়ানো হচ্ছে। তদন্ত করলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমদ বলেন, সোমবার বিকাল ৪টা পর্যন্ত পর্যন্ত মাছ নিধনে ঘটনায় থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(এসআইএম/এসপি/মে ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test