E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে শিক্ষক বরখাস্ত

২০১৮ মে ০৯ ১৬:৪৫:৫৪
সুন্দরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে শিক্ষক বরখাস্ত

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এমএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটি কর্তৃক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

জানা গেছে, বামনডাঙ্গা এমএম উচ্চ বিদ্যালয়ের বি,এস,সি সহকারী শিক্ষক আব্দুল মালেক ১৯৮৭ সালের ২০ জুন উক্ত বিদ্যালয়ে যোগদান করে সুনামের সহিত শিক্ষকতা করে আসছিলেন। এতে করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি তার উপর ঈর্ষানিত হয়ে কারনে অকারনে তাকে চাকরী থেকে অব্যাহতি দেওয়ার ষড়যন্ত্র করে গত ১০ ও ১৭ এপ্রিল কারন দর্শানোর নোটিশ জারি করেন। শিক্ষক আব্দুল মালেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ থাকায় কারণ দর্শানো নোটিশের জবাব দেননি।

এ সুযোগ বুঝে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি তাকে গত ২৩শে এপ্রিল সাময়িক বরখাস্ত করেন। এদিকে দিনাজপুর শিক্ষাবোর্ডের - ২/এস/১১৩/১৭৫ (৬) নম্বর স্মারকে ২১/০৩/২০১৬ইং তারিখে বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত পত্রে গত ২৬/০৩/২০১৬ ইং তারিখে ২ বছরের জন্য উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদন দেয়া হলে গত ২৬/০৩/২০১৮ ইং তারিখে উক্ত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়। উক্ত মেয়াদ উত্তীর্ণ কমিটি গত ২৩ এপ্রিল শিক্ষক আব্দুল মালেককে সাময়িক বরখাস্ত করে হাজিরা খাতায় উপস্থিতি স্বাক্ষরসহ বেতন ভাতা সাময়িকভাবে স্থগিত করেন।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে সহকারী শিক্ষক আব্দুল মালেক জেলা প্রশাসকসহ সংশ্লিস্ট দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিয়ার সাথে কথা হলে তিনি জানান, বিভিন্ন অনিয়মের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

(এসআইআর/এসপি/মে ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test