E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাটুরিয়ায় সাত ভুয়া বিএসটিআই কর্মকর্তা আটক

২০১৪ জুলাই ১১ ০২:৫৬:১৬
সাটুরিয়ায় সাত ভুয়া বিএসটিআই কর্মকর্তা আটক

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় বিএসটিআইয়ের কর্মকর্তা পরিচয়দানকারী সাত ব্যক্তিকে একটি মাইক্রোবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাটুরিয়া থানা সংলগ্ন বিসমিল্লাহ বেকারির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরার শ্রীপুর উপজেলার চর জোকা এলাকার রবিউল ইসলাম, খুলনার মির্জাপুর এলাকার হুমায়ূন কবির ও আতিয়ার রহমান, ঢাকার ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার মনিরুজ্জামান, বাগেরহাটের চিতলমারী উপজেলার চর-চিংগুরি এলাকার ইব্রাহিম হোসেন, গাজীপুরের জয়দেবপুর উপজেলার পাড়িজাদ এলাকার ইমরান হোসেন এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর এলাকার আমিনুর ইসলাম।

বেকারির ম্যানেজার সুনীল চন্দ্র জানান, সন্ধ্যার দিকে ওই সাত ব্যক্তি নিজেদের বিএসটিআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে বেকারিতে অভিযান চালান। এ সময় তারা বিভিন্ন অনিয়মের কথা বলে জরিমানা আদায়ের চেষ্টা করেন। তাদের আচরণ সন্দেহজনক হলে বেকারির এক কর্মচারী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ওএস/এস/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test