E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিবের শাস্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২০১৪ জুলাই ১১ ০৩:০১:৩২
সাকিবের শাস্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রিকেটের বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া শাস্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন থেকে ১৭ জুলাইয়ের মধ্যে শাস্তির আদেশ প্রত্যাহার করা না হলে রাস্তা অবরোধ করে মাগুরার উপর দিয়ে দক্ষিণবঙ্গে যাতায়াতকারী সব যানবাহন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টায় মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে নাগরিক সমাজ ও মাগুরাবাসির ব্যানারে পৃথক মানববন্ধনে সাকিব অনুরাগী ভক্ত, সাবেক ক্রিকেটারা ও ক্রীড়া সংগঠকরা অংশ নেন।

মানববন্ধন থেকে বিসিবির নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত করার দারি জানান ভক্তরা। অন্যথায় মাগুরা থেকে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এ সময় জাতীয় দলে মাগুরার কৃতি সন্তান সাকিবের অপরিহার্যতা তুলে ধরেন তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার শফিকুল হাবিব লাভলু, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বার্কি, সাকিব ভক্ত মো. তারেক, নাহিদ হোসেন, সজিব হোসেন প্রমুখ।

(ওএস/এস/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test