E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

গলাচিপায় বিদ্যালয়ের কমিটি নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩ 

২০১৮ মে ১০ ১৮:২৮:০৯
গলাচিপায় বিদ্যালয়ের কমিটি নির্বাচনে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৩ 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : আজ বৃহস্পতিবার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে তুলকালাম কান্ড ঘটেছে। এক প্রার্থীর সমর্থক আওয়ামীলীগ নেতা শাহিন শাহ ভোট কেন্দ্রের ইনক্লোজাওে অবস্থান করায় অন্য প্রার্থীর সমর্থকরা এতে আপত্তি তোলে। পুলিশ তাকে কেন্দ্রের বাইরে যেতে বললে তিনি পুলিশের সাথে বাদানুবাদে জড়িয়ে পড়েন। আরও দুই প্রার্থী কেন্দ্রের মধ্যে অবস্থান করে ক্যানভাস করছে শাহিনশাহ প্রশ্ন তুললে পুলিশের সাথে তার আরও তীব্র বাদানুবাদ সৃষ্টি হয়। পুলিশের কয়েক কর্মকর্তা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু শান্ত হওয়ার বদলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। উপস্থিত লোকজন পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ৫ জন পুলিশ সদস্যসহ ১৩জন আহত হয়। এ সময়ে আওয়ামীলীগ নেতা শাহিনশাহ কে আটক করলে বৃষ্টির মতো পুলিশের ওপর ইট নিক্ষেপ শুরু হয়। আত্মরক্ষার্থে বুলেট শূণ্যে নিক্ষেপ করে বলে উপস্থিত সংবাদকর্মীদের জানান পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম।

আহতরা হলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম, উপ পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান, সহকারি উপ পরিদর্শক (এএসআই) বিশ^জিত, পুলিশ সদস্য মো. আসাদ, মহিলা পুলিশ সদস্য মেহেনুমা, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, মিল্টন, নোমান, সেলিনা, ইমতিয়াজ, মারুফ, মিলন, সুহাদ।

বৃহস্পতিবার ছিল গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক সদস্য নির্বাচন। এ নির্বাচনে ৭জন প্রাথী অংশ নেয়। দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহনের পরিবেশ ছিল স্বাভাবিক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. গোলাম মোস্তফা জানান, ভোট গ্রহন কেন্দ্রের অভ্যন্তরে পরিবেশ শান্ত ছিল। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছিল। হঠাৎ বাইরে গন্ডগোল শুরু হয়। কেন্দ্রের বাইরে গন্ডগোল চললেও ভোট গ্রহন বন্ধ করা হয়নি। বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে বলে তিনি জানান।

এ ব্যাপারে গলাচিপা থানা অফিসার ইনচাজ মো; জাহিদ হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ১৪ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। পুলিশের সাথে শাহিন শাহের ধস্তাধস্তি করার ঘটনায় শাহিন শাহকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(এসডি/এসপি/মে ১০, ২০১৮)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test