E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাট সড়কে খানাখন্দ অবৈধ দখলে স্ট্যান্ড, যানজটে নাকাল পথচারী 

২০১৮ মে ১১ ১৬:১৪:২৫
হালুয়াঘাট সড়কে খানাখন্দ অবৈধ দখলে স্ট্যান্ড, যানজটে নাকাল পথচারী 

জোটন চন্দ্র ঘোষ, ময়মনসিংহ : ময়মনসিংহের হালুয়াঘাট থেকে পার্শ্ববর্তী উপজেলা ফুলপুরে যাতায়তের প্রধান সড়কের ১৯ কিলোমিটার জুড়ে বেশিরভাগ অংশেই খানাখন্দ। এই সড়ক দিয়ে প্রতিদিন হালুয়াঘাট উপজেলা থেকে দূরপাল্লার শত শত যানবাহন ময়মনসিংহ হয়ে রাজধানীতে চলাচল করে।

এছাড়াও এই সড়কে দিয়ে উপজেলার গোবরাকুড়া ও কড়াইতলী দু’টি স্থলবন্দর থেকে কয়লাবাহী ট্রাক প্রতিদিন চলাচল করে। ঝুঁকিপূর্ণ সড়কের দু’পাশ ঘেঁষে যত্রতত্র ভাবে যানবাহন রেখে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। নির্বিঘ্নে যাতায়াতে যাত্রী সাধারণের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও শিক্ষকরা অনেক সময় নির্দিষ্ট সময়ে পৌছতে না পেরে বিড়ম্বনা শিকার হতে হচ্ছেন।

দুর্ভোগের চিত্র থেকে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে নাগলা, ধারা বাজার ও পৌর শহরের উপজেলা মার্কেট সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে থ্রি-হুইলার মাহিন্দ্র, ইজি বাইকের স্ট্যান্ড। উপজেলার নাগলা চৌরাস্তা নামক স্থানে সড়কের দু’পাশ ঘিরে রয়েছে স্থায়ী-অস্থায়ী দোকানপাট। জনব্যাস্ততম এলাকায় পূর্ব থেকে রয়েছে ভাড়ায় চালিত মটর সাইকেল, অটো বাইক ও সিএনজি স্ট্যান্ড।

খানিক মাইল পাড়ি দিয়ে ধারা বাজার পৌছালে সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা মেলে মটর সাইকেল, অটো বাইক ও সিএনজি’র ছোট বড় ষ্টেশন। লাগামহীন ষ্টেশনের ফলে দুটি স্থল বন্দর ও রাজধানী থেকে ছেড়ে আসা দূরপাল্লার যানবাহনগুলো যানজটের কবলে পড়ে থাকে।

একাধিক সূত্র জানায়, স্থানীয় কতিপয় ব্যাক্তিদের গড়ে তোলা তাদের কথিত স্ট্যান্ড থেকে মহাসড়কের বিভিন্ন রুটের পরিবহনের সাথে পাল্লা দিয়ে অবৈধ ভাবে সিরিয়াল করে চলে শতাধিক মাহিন্দ্র, থ্রি হুইলার। উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, মহাসড়কের পাশে স্ট্যাড থাকা কোন ভাবেই কাম্য নয়। তবে স্ট্যান্ডের পাশের দু’ধারে দোকান গুলোর ব্যবস্থা করতে পারলে যানজট ও দূর্ঘটনা কমে যাবে। এসব স্ট্যান্ডের বিরুদ্ধে দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

(জেসিজি/এসপি/মে ১১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test