E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলচিপায় পুলিশের হামলার প্রতিবাদে মহিলা আ. লীগের বিক্ষোভ

২০১৮ মে ১১ ১৮:০৪:৫০
গলচিপায় পুলিশের হামলার প্রতিবাদে মহিলা আ. লীগের বিক্ষোভ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : শুক্রবার গলাচিপা উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে  শুক্রবার গলাচিপা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। 

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নাহার বেগম, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান আসমা, পৌরসভার প্যানেল মেয়র আঞ্জুমানারা করুনা, সংগঠনের সহ সভাপতি মুক্তি দে,সাধারন সম্পাদক হাসিনা মালেক, যুগ্ম সম্পাদক আফরোজা মোস্তফা,সাংগঠনিক সম্পাদক ওয়ানা মার্জিয়া মিতু প্রমুখ।

বক্তারা বলেন, নারীদের ওপর হামলাকারী পুলিশের বিরুদ্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহন না করা হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

স্মারক লিপিতে উল্লেখ করা হয় বৃহস্পতিবার উৎসব মূখর পরিবেশে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন চলাকালীন সময় উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নাহার বেগম ও যুগ্ম সম্পাদক আফরোজা মোস্তফাসহ শতাধিক নারী রাস্তার পাশে অবস্থান করে। দুপুর সাড়ে ১২টার দিকে গলাচিপা থানার কতিপয় পুলিশ অতর্কিতে সেলিনা বেগম, নাজমা বেগম,রোজিনা বেগমসহ বহু সংখ্যক মহিলাদের লাঠিপেটা করে এবং অশালীন উক্তি করে।

অপরদিকে বৃহস্পতিবার আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে পুলিশের সংর্ঘষের ঘটনায় গলাচিপা থানা পুলিশের উপ পরিদর্শক মো.মাহাবুব মল্লিক বাদি হয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন শাহর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০/৫০ জনের বিরুদ্ধে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ১টি মামলা দায়ের করেন।

(এসডি/এসপি/মে ১১, ২০১৮)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test