E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাবান্ধা স্থলবন্দরে নতুন সম্ভাবনা

২০১৮ মে ১৩ ১৭:৫৪:৩৩
বাংলাবান্ধা স্থলবন্দরে নতুন সম্ভাবনা

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্য প্রসারের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এ স্থলবন্দর দিয়ে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করতে চায় নেপাল।

তারা চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির কথা ভাবছে। এর সম্ভাব্যতা যাচাই করতে বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে রবিবার দুপুরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত প্রফেসর ডা. চোপলাল ভুসাল।

নেপাল সাধারণত কলকাতাসহ ভারতের দুটি সমুদ্রবন্দর ব্যবহার করে বিভিন্ন দেশে থেকে পণ্য আমদানি করে। এতে আমদানিতে খরচ ও সময় অনেক বেশি লাগে। এ জন্য তারা বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির চিন্তা করছে বলে জানান নেপাল রাষ্ট্রদূত।

তিনি বলেন, এতে সড়ক পথে খরচ সাশ্রয়ের পাশাপাশি ভারতের সমুদ্রবন্দরের চেয়ে অনেক কম সময়ে বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করা সম্ভব হবে।

এর আগে শনিবার নেপাল রাষ্ট্রদূত প্রফেসর ডা. চোপলাল ভুসালের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চগড়ে আসেন। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানির সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিনিধি দলটি তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড় রেলস্টেশনও পরিদর্শন করেন।

পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ঢাকাস্থ নেপালি দূতাবাসের ডেপুটি চিফ মিশন ধন বহাদুর ওলি, বাংলাবান্ধা কাস্টমসের সহকারী কমিশনার আব্দুস সাত্তার, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও নেপালের বীরগঞ্জ চেম্বারের সভাপতি অশোক কুমার আগারওয়াল প্রমুখ।

(ওএস/এএস/মে ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test