E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৃহপরিচালিকা নির্যাতন, কক্সবাজারে বন কর্মকর্তা আটক

২০১৪ জুলাই ১১ ০৯:৩৭:৪৪
গৃহপরিচালিকা নির্যাতন, কক্সবাজারে বন কর্মকর্তা আটক

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরে গৃহপরিচালিকাকে নির্যাতনের দায়ে এম এ হাসান নামের এক বন কর্মকর্তাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক এম এ হাসান বনবিভাগের চট্টগ্রামের বিভাগের কক্সবাজার দক্ষিণের সহকারী বন সংরক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি একে এম মনজুর আলম জানিয়েছেন, দীর্ঘদিন যাবত হাসান ও তার স্ত্রী তাদের বাসার ৮ বছরের কাজের শিশু কন্যাকে নির্যাতন করতো। বৃহস্পতিবার বেলা ৪ টার দিকে তারা কাজের মেয়েকে ব্যাপক মারধর করে। এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তির ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে। এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

(টিটি/অ/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test