E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় বাড়িছাড়া ১০০ পরিবারকে বাড়িতে তুলে দিলেন পুলিশ

২০১৮ মে ১৮ ২১:৩৬:৩০
লোহাগড়ায় বাড়িছাড়া ১০০ পরিবারকে বাড়িতে তুলে দিলেন পুলিশ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : উপজেলার পারমল্লিকপুর গ্রামের একটি হত্যার ঘটনায় বাড়িছাড়া প্রায় এক শত পরিবারের সদস্যদের বাড়িতে তুলে দিলেন জেলা পুলিশ প্রশাসন। গত ২১ এপ্রিল ওই গ্রামের খায়ের মৃধা (৩৫) হত্যার পর এক মাস ধরে ওই পরিবারগুলো বাড়িছাড়া ছিল। শুক্রবার দুপুরে উপজেলার পারমল্লিকপুর গ্রামের এ সব পরিবারের সদস্যদের বাড়িতে তুলে দেওয়া হয়। এ সময় অভিযোগের ভিত্তিতে পুলিশ পাঁচজনকে আটক করে।  

জানা গেছে, বাড়িছাড়া পরিবারের নারী ও শিশু সদস্যরা গত বৃহস্পতিবার বিকেলে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে দেখা করে তাঁরা বাড়িতে উঠতে পারছেন না এ বিষয়ে তাকে অবহিত করেন। এর প্রেক্ষিতে তাঁদেরকে শুক্রবার সকালে পাশ্ববর্তী খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হতে বলা হয়। সেখান থেকে তাঁদের সঙ্গে করে পুলিশ বাড়িতে তুলে দেয়।

ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসানের কাছে তাঁদের ওপর অত্যাচারের কাহিনি তুলে ধরে বলেন , খায়ের হত্যার পর তাদের মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, বাড়িতে উঠতে গেলে মারধর করে। ঘরের মালামাল ও গরু ছাগল লুট করেছে, গাছপালা ও খেতের ফসল কেটে নিচ্ছে প্রতিপক্ষ। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই গ্রামের দুলাল ঠাকুর, আনিস ঠাকুর, অকি শেখ, আল আমিন ঠাকুর ও সাইফুল মৃধাকে আটক করে । সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান বলেন, পারমল্লিকপুর গ্রামে শান্তি বজায় রাখার জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হবে।

(আরএম/এএস/মে ১৮,২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test