E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং

২০১৮ মে ১৮ ২১:৪৯:৫৭
মৌলভীবাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক মৌলভীবাজার শহর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন বাজারে বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত  হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালিত হয় । অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে দিঘীর পাড় বাজার, সিলেট রোড, বেরীর পাড় এলাকা সমূহে মোট ৪ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো কুমুদ স্টোর এক হাজার টাকা, জামিল স্টোর আটশত টাকা, অমৃত হোটেল এক হাজার, মেসার্স মাহমুদ বকস ট্রেডার্স দুই হাজার টাকা। অভিযান পরিচালনায় এ সময় সহযোগীতায় ছিলেন সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর শেখর কান্তী পাল ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।

(একে/এএস/মে ১৮,২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test