E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্ত্রীকে তালাক দিয়ে শারিরীক সম্পর্ক, প্রধান শিক্ষক কারাগারে 

২০১৮ মে ২২ ১৬:৩৩:৪৭
স্ত্রীকে তালাক দিয়ে শারিরীক সম্পর্ক, প্রধান শিক্ষক কারাগারে 

শেখ আহসানুল করিম, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলা উপজেলার প্রতারনার মাধ্যমে তালাক দেয়া স্ত্রীর সাথে শারিরীক সম্পর্কের অপরাধে নজরুল ইসলাম রুবেল নামের এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। 

তালাক দিয়ে প্রতারণার মাধ্যমে শারিরীক সম্পর্কের অপরাধে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্ধা সাবেক স্ত্রী শাহিদা আক্তার হেলীর দায়ের করা মামলায় পুলিশ গতকাল তাকে আটক করে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

নজরুল ইসলাম রুবেল বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের নওশিন ইসলাম রথি নামের ৯ বছর বয়েসী একটি কন্য সন্তান রয়েছে।

প্রধান শিক্ষক রুবেলের সাবেক স্ত্রী শাহিদা আক্তার হেলী জানায়, বিগত ২০০৫ সালের ২৭ এপ্রিল শরণখোলা উপজেলার মালসা গ্রামের বাসিন্ধা প্রধান শিক্ষক নজরুল ইসলাম রুবেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে বিভিন্ন সময় নজরুল ইসলাম রুবেল স্ত্রীকে অত্যাচার নির্যাতন করতে থাকে। এই দম্পতির একটি কন্য সন্তান হলের নির্যাতন সহ্য করতে গত ২০০৯ সালে শাহিদা আক্তার তার বিরুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় একটি যৌতুক মামলা দায়ের করেন। ওই মামলার নজরুল ইসলাম রুবেলের দুই বছরের সাজা হলে সে শাহিদা আক্তার হেলীকে তালাক দেন ও সাবিনা ইয়াসমিন নামের এক যুবতীকে বিয়ে করেন।

এরপরও রুবেল তার প্রথম স্ত্রী হেলীর সাথে মিমাংসার প্রস্তাব দিলে নিজ সন্তানের মুখের দিকে তাকিয়ে হেলী প্রস্তাবে রাজি হয়ে যায়। এর মধ্যে রুবেল হেলীকে তার পিতার বাড়ীতে রেখে স্বামী-স্ত্রীর মত বসবাস করতে থাকে। এসময় এ্যাফিডেভিটের মাধ্যমে রুবলে হেলীকে বৈধ স্ত্রী এবং অবিষ্যতেও থাকবে বলে অঙ্গিকার করে। পরবর্তিতে রুবেল হেলীকে সাথে নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা নিস্পত্তি করে এবং হেলীর সাথে তার পিতার বাড়ীসহ বিভিন্ন আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর মত বসবাস করতে থাকে।

এর মধ্যে গত ৬ জানুয়ারি রুবেল মোবাইল ফোনে হেলীকে জানান তার সাথে কোন সম্পর্ক নেই। বিগত ২০১৬ সালের ১২ আগষ্ট তাকে তালাক দিয়েছেন। এরপর শাহিদা আক্তার হেলী তালাক দিয়ে প্রতারণার মাধ্যমে শারিরীক সম্পর্ক স্থাপনের অপরাধে পিরোজপুরের মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রধান শিক্ষক নজরুল ইসলাম রুবেলকে আটক করে আদালতে পাঠায়।

(এসএকে/এসপি/মে ২২, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test