E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০ হাজার ৬৭৫ প্রার্থী

২০১৮ মে ২৩ ১৫:০২:৪৫
চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ২০ হাজার ৬৭৫ প্রার্থী

উজ্জ্বল হোসাইন : চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভূক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৪’ আগামী শুক্রবার (১ জুন ২০১৮) অনুিষ্ঠত হতে যাচ্ছে। এই নিয়োগ পরীক্ষায় জেলায় সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৬শ’৭৫ জন। ১ জুন শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে বেলা ১১টা ২০ মিনিটে শেষ হবে।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রের প্রাপ্ত তথ্য মতে, জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ৬শ’৭৫ জন। এতে কেন্দ্র রয়েছে ২৮টি। শূণ্য পদের সংখ্যা ৩শ’। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন পর্যন্ত শূণ্য পদের সংখ্যা আরো বাড়তে পারে বলে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, চাঁদপুর সদরে ১৭টি, মতলবে ৪টি ও হাজীগঞ্জের ৭টি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে এ পরীক্ষা কেন্দ্র থাকবে। প্রাপ্ত পরিসংখ্যান মতে, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্যে ১ জন করে পর্যবেক্ষক দায়িত্ব পালন ও প্রতি পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংশ্লিষ্ট সূত্রটি আরো জানায়, আগামী ২৩ মে বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের সচিবদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হচ্ছে। ওই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক েিনেয়াগ ২০১৪’ পরীক্ষাগ্রহণ বিধি বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, দেশের ২৯ জেলার বৈধ প্রার্থীগণ এ পরীক্ষায় অংশ নিবে আগামী শনিবার (২৬ মে) শুরু হচ্ছে ১ম পর্যায়ে ১৫টি জেলায়। জেলাগুলো হলো : জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, নাটোর, নওগা, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও বরিশাল। ২য় পর্যায়ে ১ জুন শুক্রবার বাকি ১৪টি জেলার প্রার্থীগণ।

জেলাগুলো হলো : চাঁদপুর, গাজীপুর, নরসিংদি, নেত্রকেনা, কিশোরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, বি বাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, সাতক্ষীরা, যশোর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪-এর লিখিত পরীক্ষার প্রবেশপত্র সম্পর্কে ১৯ মে প্রার্থীর স্ব-স্ব মোবাইল নাম্বারে বার্তা প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

(ইউএইচ/এসপি/মে ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test