E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৃহকর্মীকে কাজ থেকে বাদ, বৃদ্ধকে হয়রানীর অভিযোগ  

২০১৮ মে ২৩ ১৫:৫৬:২৬
গৃহকর্মীকে কাজ থেকে বাদ, বৃদ্ধকে হয়রানীর অভিযোগ  

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ৪ মাস পূর্বে গৃহকর্মীকে বাসার কাজ থেকে বাদ দেওয়ার প্রতিশোধ নিতে তার শিশু কন্যাকে দিয়ে ৬৫ বছরের বৃদ্ধকে মিথ্যা যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে রায়পুর প্রেসক্লাবে ক্ষতিগ্রস্ত বৃদ্ধ আব্দুল মতিনের পরিবার মিথ্যা অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। এসময় উপস্থিত ছিলেন বৃদ্ধের ছেলে আবু জাফর, ইউপি সদস্য ইব্রাহিম হাওলাদার ও গ্রামবাসীর পক্ষে আলতাফ হোসেন মুন্সি।  এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

উল্লেখ্য, এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় থানায় ওই গৃহকর্মী অভিযোগ দিলে শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বুধবার দুপুরে (২৩ মে) সদর হাসপাতালে পাঠানো হয় এবং বৃদ্ধ আব্দুল মতিন (৬৫) কে থানা হেফাজতে রাখা হয়েছে।

বৃদ্ধের ছেলে আবু জাফর জানান, গৃহকর্মী হোসনেয়ারা তাদের প্রতিবেশি। প্রায় তিন বছর বাসায় কাজ করত। ৪ মাস আগে বাসার মালামাল চুরি করার অভিযোগে তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়। সেই থেকে গৃতকর্তার পরিবারের বিরুদ্ধে নানান সময়ে নানান মিথ্যা অপপ্রচার করে আসছে।

মঙ্গলবার (২২ মে) তার শিশু কন্যাকে দিয়ে ৬৫ বছরের বৃদ্ধ গৃহকর্তা আব্দুল মতিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে গ্রামের গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিশ বৈঠক বসায়। সেখানে হোসনেয়ারা তার মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণ করতে না পেরে উপস্থিত সকলের সামনে ক্ষমা চান। পরে এলাকার দুর্বৃত্ত চক্র বৃদ্ধের কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা প্ররোচনা দিয়ে ওই গৃহকর্মী হোসনেয়ার কে থানায় পাঠিয়ে মিথ্যা অভিযোগ করায়।

স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম হাওলাদার বলেন, ঘরের কাজ থেকে বাদ দেওয়া টাকার লোভে পড়ে বৃদ্ধ আব্দুল মতিনে বিরুদ্ধে মিথ্যা অভিযোগের দিয়ে বেড়াচ্ছেন হোসনেয়ারা। বিষয়টি একেবারেই মিথ্যা ঘটনা। যা প্রথমে ওই মহিলাও আমাদের কাঝে স্বীকার করেছেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, অভিযোগটির তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এসপি/মে ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test