E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরিণাকুন্ডুতে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য ও শিশুর বাড়তী খাদ্য ব্যবহারের উপর অবহিতকরণ সভা

২০১৮ মে ২৩ ১৭:২৪:০৭
হরিণাকুন্ডুতে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য ও শিশুর বাড়তী খাদ্য ব্যবহারের উপর অবহিতকরণ সভা

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ ও ইহার বিধি মালা ২০১৭ এর উপর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এম.এ মজিদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন, স্থানীয় জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, হরিণাকু-ু থানার প্রতিনিধি এস.আই নিপুন বোস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এন.জি.ও মিডিয়া কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় রিসোর্স পার্সন হিসাবে বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) এর বিভাগীয় কর্মকর্তা খুলনার আকমল হোসেন ও প্রজেক্ট অফিসার আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মে ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test