E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদকে সামনে রেখে জাল টাকার কারবারীরা তৎপর

২০১৮ মে ২৬ ১৫:১৯:৪৪
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদকে সামনে রেখে জাল টাকার কারবারীরা তৎপর

বাগেরহাট প্রতিনিধি : ঈদকে সামনে রেখে দেশের বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  জাল টাকার কারবারীরা তৎপর হয়ে উঠেছে। শহর থেকে শুরু করে গ্রামের হাট-বাজারগুলোতে এ চক্রের সদস্যরা সুকৌশলে ১০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার জাল নোট ছড়িয়ে দিচ্ছে। 

হাট-বাজারে গিয়ে এসব জাল টাকা দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। ইতোমধ্যে ১৯ হাজার বাংলাদেশী জাল নোট, চার হাজার ভারতীয় টাকা ও নয়টি চোরাই মোবাইলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বাগেরহাট খুলনার পাইকগাছা ধরে ব্যবসার আড়ালে মানুষকে ঠকিয়ে আসছিল।

এছাড়াও বাগেরহাট.খুলনা ওসাতক্ষীরা য় তাদের নেটওয়ার্ক রয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় জাল টাকার কারখানার হোতা ইউনুছ মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে বাগেরহাটের কচুয়া উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাটের কচুয়া উপজেলার বারদাইরার মহিউদ্দিনের ছেলে। গত ২৪ এপ্রিল র‌্যাব-২-এর অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকায় জাল টাকা তৈরির যে কারখানা আবিস্কৃত হয়েছিল সেটির মালিক ইউনুছ।

সেদিন র‌্যাব-২-এর অভিযানে ওই কারখানা থেকে ৪২ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিপুল সামগ্রীসহ কমলা বেগম ও সবুজ নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় গ্রেফতাররা ছিল ইউনুছের কর্মচারী। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে জাল নোট তৈরির হোতা ইউনুছের সন্ধান পায়। শেষে সোমবার ভোরে তাকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, গ্রেফতারের পর ইউনুছ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের জানিয়েছে, ঈদের আগে ২০ কোটি টাকার জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল ইউনুছের। চার মাস আগে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার খান মঞ্জিলের ছয়তলা বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে জাল টাকা তৈরি শুরু করে সে।

তিনি আরো বলেন, ইউনুসের আত্মীয়-স্বজনদের অনেকেই অবৈধ জাল নোট তৈরিতে জড়িত। একই অপরাধের মামলায় তার বড় চাচা বর্তমানে ঢাকার একটি আদালতে বিচারধীন অবস্থায় রয়েছেন। আশাশুনি থানার উপপরিদর্শক জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রাম থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ জাল টাকা তৈরি ও বিক্রি চক্রের হোতা শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ৪৯ হাজার পাচ’শ জাল টাকা উদ্ধার করা হয়।

আটককৃত শফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার আশাশুনি থানার পাইখালী গ্রামের আবুল কাশেমের ছেলে। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ব্যবসার আড়ালে জাল মুদ্রা ও চোরাই জিনিসপত্র ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছিলো। গত শুক্রবার সকাল ১১টার দিকে তার দোকান থেকে স্থানীয় এক ক্রেতার হাতে ১০০ টাকার একটি জাল নোট ফেরত দিলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বচসা বাধে। স্থানীয় জনগণ ওই টাকা জাল নিশ্চিত হওয়ার পর ইউনুস আলীর ক্যাশ বাক্স তল্লাশি করা হয়। এ সময় বাক্স থেকে ৫০০ ও ১০০ টাকার বাংলাদেশী ১৯ হাজার টাকার জাল নোট, চার হাজার ভারতীয় টাকা ও চোরাই নয়টি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দক্ষিণাঞ্চলে সারাবছরই কম-বেশি জাল টাকার কারবারীরা সক্রিয় থাকে। তবে ঈদ ও পূজাসহ বিভিন্ন পার্বন এবং ধান ও পাট কাটার মওসুমে টাকা জালিয়াত চক্রের তৎপরতা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এ সময় জালিয়াত চক্রের সদস্যরা বিভিন্ন হাট-বাজারকে টার্গেট করে ১,০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার জাল নোট নিয়ে নেমে পড়ে। তারা পণ্যসামগ্রী বেচা-কেনার নামে এ জাল টাকা সুকৌশলে ক্রেতা-বিক্রেতার হাতে ধরিয়ে দেয়। সুনিপুণভাবে তৈরি এই জাল টাকা সহজে নকল বলে ধরা যায় না। এ কারণে বিকিকিনির সময় সাধারণ মানুষ এই টাকা নিয়ে সহজেই প্রতারিত হয়।

একদিকে জাল টাকার কারণে মানুষ যেমন প্রতারিত হচ্ছে, অন্যদিকে ঘটনাটি পুলিশকে জানাতে গিয়ে উল্টা আইনের মারপ্যাচে তাদেরই ফেঁসে যেতে হয়। ফলে জাল নোট প্রদানকারীকে হাতেনাতে ধরতে না পারলে কেউ মুখ খুলতে চায় না। কেবল হাট-বাজারেই নয়, ব্যাংকেও জাল টাকার নোট ঢুকে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা জানান, টাকা জালিয়াত চক্র এমন সুনিপুণভাবে জাল টাকা তৈরি করছে যে, অনেক সময় ব্যাংকের মেশিনেও জাল টাকা ধরা পড়ছে না।আটক কিশোর শান্ত গাজী (১৬) উপজেলার শ্রীরামপুর গ্রামের স্বামী পরিত্যক্তা ঝরনা বেগমের ছেলে। কপিলমুনি মেগাসিটি ফুড এর সামনে থেকে জাল নোটসহ প্রকাশ্যে স্থানীয়দের সহযোগীতায় কিশোরকে আটক করে ফাঁড়িকে নিয়ে আসেন এসআই জাহাঙ্গীর। আটক এর সময় প্রত্যক্ষদর্শীরা নোটটি জাল বলে চিহ্নিত করলেও পর দিন এসআইসহ ফাঁড়ি ইনচার্জ আসল বলে ইল্লেখ করে আটক কিশোরকে ছেড়েদেন।

প্রত্যক্ষদর্শী কিনু পালসহ কয়েক জানান, বাজারের প্রধান সড়কে বাসস্টপ মেগাসিটি ফুডের সামনে অধিক রাত পর্যন্ত মানুষের ভীড় লেগে থাকে। আটককৃত নোটটি ঐসময় অর্ধশতাধিক মানুষ জাল বলে জানান। পরে দিন বৃহস্পতিবার পুলিশ নোটটি আসল উল্লেখ করে ঐ কিশোরকে ছেড়েদেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, আটক কিশোর জাল নোট সিন্ডিকেট চক্রের এক জন সক্রিয় সদস্য। তা ছাড়া সে মাদক সেবন ও বিক্রির সাথে সংশ্লিষ্ঠ রয়েছে বলে সূত্র উল্লেখ করেছে। আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে জালনোট চক্র সিন্ডিকেট চক্রের রাঘববোয়ালদের তথ্য ফাঁস ঠেকাতে কৌশলে কিশোরকে ছাড়ানো হয়েছে। কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সন্ধ্যায় অফিসে আসতে বলেন। এস আই জাহাঙ্গীর জানান নোটটি পরিক্ষা করতে ব্যাংকে নেওয়া হলে সঠিক তথ্য পাওয়া যায়নি। জাল নোটটি সরিয়ে আসল নোট প্রকাশ্যে আনা হচ্ছে এমন প্রশ্নে কোনো সদ উত্তর দিতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, এঅঞ্চলে সারাবছরই কম-বেশি জাল টাকার কারবারীরা সক্রিয় থাকে। তবে ঈদ ও পূজাসহ বিভিন্ন পার্বন এবং ধান ও পাট কাটার মৌসুমে টাকা জালিয়াত চক্রের তৎপরতা মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এ সময় জালিয়াত চক্রের সদস্যরা বিভিন্ন হাট-বাজারকে টার্গেট করে ১০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার জাল নোট নিয়ে নেমে পড়ে। তারা পণ্যসামগ্রী বেচা-কেনার নামে এ জাল টাকা সুকৌশলে ক্রেতা-বিক্রেতার হাতে ধরিয়ে দেয়। সুনিপুণভাবে তৈরি এই জাল টাকা সহজে নকল বলে ধরা যায় না। এ কারণে বিকিকিনির সময় সাধারণ মানুষ এই টাকা নিয়ে সহজেই প্রতারিত হয়।

একদিকে জাল টাকার কারণে মানুষ যেমন প্রতারিত হচ্ছে, অন্যদিকে ঘটনাটি পুলিশকে জানাতে গিয়ে উল্টা আইনের মারপ্যাচে তাদেরই ফেঁসে যেতে হয়। ফলে জাল নোট প্রদানকারীকে হাতেনাতে ধরতে না পারলে কেউ মুখ খুলতে চায় না। কেবল হাট-বাজারেই নয়, ব্যাংকেও জাল টাকার নোট ঢুকে পড়েছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যাংক কর্মকর্তা জানান, টাকা জালিয়াত চক্র এমন সুনিপুণভাবে জাল টাকা তৈরি করছে যে, অনেক সময় ব্যাংকের মেশিনেও জাল টাকা ধরা পড়ছে না।

সূত্র জানায়, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সীমান্ত এলাকায় গড়ে উঠেছে জাল টাকা তৈরির গোপন কারখানা। ওই কারখানায় ১০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার জাল নোট ছাপানো হয়। সেখানে রয়েছে শক্তিশালী একটি নেটওয়ার্ক। তাদের সাথে বাংলাদেশী টাকা জালিয়াতি চক্রের রয়েছে যোগাযোগ। চাহিদা অনুযায়ী এই জাল টাকা সীমান্ত পথ গলিয়ে এই চক্রের কাছে পৌঁছে যায়। পরে সীমান্ত এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন হাট-বাজারসহ সারাদেশে জাল টাকা ছড়িয়ে দেয়া হয়।

এজন্য জালিয়াত চক্রের রয়েছে বহু মাঠকর্মী। মাঠকর্মীরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে শহর ও হাট-বাজারে নানা কৌশলে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। এসব মাঠকর্মী টাকা জালিয়াত চক্রের কাছ থেকে ৫০ থেকে ৬০ ভাগ কমিশন পায়। এদিকে টাকা জালিয়াত চক্রের সঙ্গে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজস থাকে। জালিয়াত চক্রের মাঠকর্মীরা কখনো হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হলে উক্ত প্রভাবশালী ব্যক্তিরা তাদের ছাড়িয়ে নেয়াসহ পুলিশের কাছে সোপর্দ করতে বাধা দেয়। তা ছাড়া মাঝে-মধ্যে এই চক্রের দুই একজন সদস্য পুলিশের হাতে আটক হলেও তারা কিছুদিন জেল খেটে বেরিয়ে এসে আবার টাকা জালিয়াতির কাজে নেমে পড়ে।

সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপারে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সীমান্ত এলাকায় গড়ে উঠেছে জাল টাকা তৈরির গোপন কারখানা। ওই কারখানায় ১০০০, ৫০০, ১০০ ও ৫০ টাকার জাল নোট ছাপানো হয়। সেখানে রয়েছে শক্তিশালী একটি নেটওয়ার্ক। তাদের সাথে বাংলাদেশী টাকা জালিয়াতি চক্রের রয়েছে যোগাযোগ। চাহিদা অনুযায়ী এই জাল টাকা সীমান্ত পথ গলিয়ে এই চক্রের কাছে পৌঁছে যায়। পরে সীমান্ত এলাকা থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন হাট-বাজারসহ সারাদেশে জাল টাকা ছড়িয়ে দেয়া হয়। এজন্য জালিয়াত চক্রের রয়েছে বহু মাঠকর্মী।

মাঠকর্মীরা ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে শহর ও হাট-বাজারে নানা কৌশলে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। এসব মাঠকর্মী টাকা জালিয়াত চক্রের কাছ থেকে ৫০ থেকে ৬০ ভাগ কমিশন পায়। এদিকে টাকা জালিয়াত চক্রের সঙ্গে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তিদের যোগসাজস থাকে। জালিয়াত চক্রের মাঠকর্মীরা কখনো হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হলে উক্ত প্রভাবশালী ব্যক্তিরা তাদের ছাড়িয়ে নেয়াসহ পুলিশের কাছে সোপর্দ করতে বাধা দেয়। তা ছাড়া মাঝে-মধ্যে এই চক্রের দুই একজন সদস্য পুলিশের হাতে আটক হলেও তারা কিছুদিন জেল খেটে বেরিয়ে এসে আবার টাকা জালিয়াতির কাজে নেমে পড়ে।

এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সম্প্রতি এ অঞ্চলে জাল নোটের কারবারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই চক্রের সঙ্গে ব্যাংকের কিছু অসাধু ব্যক্তি জড়িত রয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে। ইতোমধ্যে জাল নোট কারবারীদের আটকের জন্য বিভিন্ন ব্যাংক ও মার্কেটে সোর্স নিয়োগ করা হয়েছে। তিনি জানান, জাল নোট কারবারী চক্র আটক হলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এস/এসপি/মে ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test