E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলেজ ভাংছুর ও শিক্ষকের ওপর সস্ত্রাসী হামলা

কেন্দুয়ায় হামলাকারীকে গ্রেফতারের দাবিতে ৬ দিন ধরে শিক্ষকদের ক্লাশ বর্জন

২০১৮ মে ২৬ ১৭:১১:৩৫
কেন্দুয়ায় হামলাকারীকে গ্রেফতারের দাবিতে ৬ দিন ধরে শিক্ষকদের ক্লাশ বর্জন

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা কেন্দুয়া ডিগ্রী কলেজে পরীক্ষায় নকল সরবরাহে বাধা দেয়ায় ছাত্রলীগ নামধারী নেতা আপেল মাহমুদের নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে কলেজের একটি কক্ষে ব্যাপক ভাংছুর ও শিক্ষক আব্দুল কাদির নয়নের ওপর সন্ত্রাসী হামলা  চালানো হয়। এর প্রতিবাদে শিক্ষক পরিষদের নেতৃত্বে ৬ দিন ধরে কলেজের ক্লাশ বর্জন করে আসছেন শিক্ষকরা। একই সঙ্গে একাদশ শ্রেণির প্রথম বর্ষের পরীক্ষাও স্থগিত রেখেছেন তারা। 

গত সোমবার পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রলীগ নামধারী নেতা আপেল মাহমুদের নেতৃত্বে ১২/১৩ জন উশৃংখল ছাত্র পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে যায়। সকল সরবরাহে বাধা দেয়ায় তারা শিক্ষকদের সঙ্গে অশুভন আচরন করে। এক পর্যায়ে ৫ নং কক্ষ থেকে পরীক্ষার প্রশ্ন ও খাতা জোর করে ছিনিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় তারা ওই কক্ষে ব্যাপক ভাংছুর এবং শিক্ষক আব্দুল কাদির নয়নের ওপর সস্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর বাদী হয়ে গত সোমবার রাতে আপেল মাহমুদ ও ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো ৮/১০ কে আসামি করে দ্রুত বিচার আইনে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের এস.আই. আশরাফুল আলম শনিবার জানান, মামলার তদন্তকাজ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে গিয়ে বাদী ও স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সঙ্গে মামলার আসামিদের নাম ঠিকানাও যাছাই বাছাই করা হচ্ছে। তন্তকারী কর্মকর্তা বলেন মামলা দায়েরের ৭ কার্য দিবসের মধ্যেই আদালতে এই মামলার চার্জসিট প্রদান করা হবে। তার দাবি ছাত্রলীগ নামদারী নেতা আপেল মাহমুদ সহ অন্যান্য আসামিরা এলাকা ছাড়া। যে কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী বলেন, মামলার তদন্ত শেষে খুব দ্রুত দোষিদের বিরুদ্ধে আদালতে চার্জসিট দেয়া হবে। আসামিদের গ্রেফতারে সম্ভাব্য সব স্থানে অভিযান চলছে।

এদিকে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল মান্নান ভূইয়া ও শিক্ষক বদিউজ্জামান বকুল বলেন, হামলাকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা কলেজের ক্লাশ বর্জন অব্যাহত রাখবেন। একই সঙ্গে পরীক্ষাও স্থগিত থাকবে।

আব্দুল মান্নান ভূইয়া ও বদিউজ্জামান বকুল দুঃখ প্রকাশ করে বলেন, আমরা যে ছাত্রদের লেখাপড়া করাই সেই ছাত্রনামদারীরাই যদি কোন শিক্ষকের গায়ে হাত তোলে সে বিষয়টি আমরা সহজে মেনে নিতে পারিনা। আমরা তাদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি।

(এসবি/এসপি/মে ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test