E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ 

২০১৮ মে ২৬ ১৭:২১:২০
রাজৈরে দুই গ্রুপের সংঘর্ষ আহত ১০ 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে শনিবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

এলাকাবাসী, আহত ও পুলিশ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান দীনেশ বিশ্বাস ও তরুণী বিশ্বাসের লোকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়।

আহতরা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান দীনেশ বিশ্বাস, মনু বিশ্বাস, মাধব বিশ্বাস, পাগল বিশ্বাস প্রমুখ। আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয় ও প্রাথমিক চিকিৎসা নেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এএসএ/এসপি/মে ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test