E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেন্দুয়ায় কলেজে ভাংছুর ও শিক্ষকের ওপর হামলা 

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা মিমাংসার প্রস্তাব এমপির

২০১৮ মে ২৭ ১৮:১৫:০৬
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা মিমাংসার প্রস্তাব এমপির

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ছাত্রলীগ নামধারী নেতা আপেল মাহমুদের নেতৃত্বে কেন্দুয়া ডিগ্রী কলেজে ভাংছুর ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে ৭ দিন ধরে ক্লাশ বর্জন করে আসছেন ওই কলেজের শিক্ষক সমাজ। 

এদিকে কলেজ গর্ভনিং বডির সভাপতি নেত্রকোনা- ৩ আসনের এম.পি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ছাত্রলীগ নামধারী নেতা আপেল মাহমুদ সহ অন্যান্যের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কেন্দুয়া থানায় দায়ের করা মামলাটি মিমাংসার জন্য প্রস্তাব দেন।

এ লক্ষ্যে রবিবার সকালে এম.পি. ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর কচন্দরা গ্রামের বাড়িতে কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল মান্নান ভূইয়া, শিক্ষক মাহফুজুল হক, আহম্মদ আব্দুল্লাহ হারুন, বদিউজ্জামান বকুল, হাফিজুর রহমান বোরহান, রফিকুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেন।

দায়িত্বশীল একটি সূত্র জানায় কলেজ গভর্নিং বডির সভাপতি ও এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আপেল মাহমুদের সামাজিক ভাবে বিচার করার কথা বলে মামলাটি মিমাংসার প্রস্তাব দেন। এ সময় কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকরা আপেল মাহমুদের বিগত দিনে কলেজের শিক্ষক, ও শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ ও হুমকি ধমকির একাধিক ঘটনা তুলে ধরেন। পাশাপাশি তারা আইনের মাধ্যমেই এই মামলার বিচার চান।

এ সময় শিক্ষকরা বলেন, আমরা যে ছাত্রদের লেখাপড়া করাই সেই ছাত্ররাই যদি আমাদের গায়ে হাত তুলে তখন আমরা ভীষণ লজ্জা পাই এবং সম্মান হারানোর ভয়ও পাই। আমরা এই মামলার বিচারের দাবি জানাই।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল মান্নান ভূইয়া বলেন, আমরা কলেজ গভর্নিংবডির সভাপতি ও এম.পি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সঙ্গে আপেল মাহমুদের নেতৃত্বে কলেজে ভাংছুর ও শিক্ষকের ওপর হামলার ঘটনা সহ অতীতের সব বিষয় তুলে ধরেছি।একই সঙ্গে মামলাটি বহাল রেখে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছি।

বিষয়টি নিয়ে এম.পি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে কোন সারা না দেয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

(এসবি/এসপি/মে ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test