E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলেজে ভাংছুর ও শিক্ষকের উপর হামলা

কেন্দুয়ায় আসামি গ্রেফতারের দাবিতে ৮ দিন ধরে শিক্ষকদের ক্লাশ বর্জন 

২০১৮ মে ২৮ ১৬:৪১:০৩
কেন্দুয়ায় আসামি গ্রেফতারের দাবিতে ৮ দিন ধরে শিক্ষকদের ক্লাশ বর্জন 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ছাত্রলীগ নামধারী নেতা আপেল মাহমুদের নেতৃত্বে কেন্দুয়া ডিগ্রী কলেজে ভাংছুর ও শিক্ষকের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে ৮ দিন ধরে ক্লাশ বর্জন করে আসছেন ওই কলেজের শিক্ষক সমাজ। 

তারা আপেল মাহমুদ সহ অন্যান্য আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে এ আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। গত সোমবার সকাল ১১ টায় পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রলীগ নামধারী আপেল মাহমুদের নেতৃত্বে একদল উশৃঙ্খল ছাত্র পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে যায়।

একপর্যায়ে কলেজের ৫ নং কক্ষ থেকে প্রশ্ন ও খাতা ছিনিয়ে নেওয়ার সময় শিক্ষক আব্দুল কাদির নয়ন তাতে বাধা দেয়। এতে আপেল মাহমুদ ও তার সঙ্গীয় লোকজনকরা ক্ষিপ্ত হয়ে কলেজের কক্ষে ভাংছুর ও শিক্ষক নয়নের ওপর হামলা চালায়। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর বাদী হয়ে কেন্দুয়া থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার ৭ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। মামলাত তদন্তকারী কর্মকর্তা এস.আই আশরাফুল আলম জানান, ৭ কার্য দিবসের মধ্যে মামলার চার্জসিট দেয়া হবে। আসামী পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করতে পারছেননা বলে তার দাবি।

এদিকে শিক্ষক পরিষদের আহবানে ৮ দিন ধরে ক্লাশ বর্জন করে আসছেন শিক্ষকরা। শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল মান্নান ভূইয়া, শিক্ষক মাহফুজুল হক, ও শিক্ষক বদিউজ্জামান বকুল জানান, যতদিন পর্যন্ত হামলাকরীরা গ্রেফতার হবেনা ততদিন পর্যন্ত আমাদের ক্লাশ বর্জনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

(এসবি/এসপি/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test