E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ হাসিনার জন্য লিচু নিয়ে গেছেন কেন্দুয়ার বঙ্গবন্ধু প্রেমিক আব্দুর রাশিদ 

২০১৮ মে ২৮ ১৬:৪২:৩৪
শেখ হাসিনার জন্য লিচু নিয়ে গেছেন কেন্দুয়ার বঙ্গবন্ধু প্রেমিক আব্দুর রাশিদ 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এক ঝুড়ি লিচু নিয়ে গেছেন বঙ্গবন্ধুর প্রেমিক আব্দুর রাশিদ। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামে। 

সমাজের সর্বত্র তিনি বঙ্গবন্ধুর প্রেমিক পাগল আব্দুর হিসেবেই পরিচিত। তিনি বঙ্গবন্ধুকে অনেক গানও লিখেছেন যা তিনি নিজেই সুর করে থাকেন। রোববার সকালে লিচু নিয়ে তিনি নিজ বাড়ি থেকে ঢাকায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যাত্রা করেন।

আব্দুর রাশিদ জানান, ৩ বছর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, তার গাছে লিচু হলে প্রথমেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাকে না দিয়ে তিনি লিচু খাবেন না। কারণ হিসেবে তিনি বলেন, ৩ বছর আগে তিনি যখন কিছু লিচু কিনে তার মেয়ের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন সে সময় তার স্ত্রী রহিমা আক্তার তাকে বলেন, আপনি যে ভাবে মেয়ের বাড়িতে লিচু নিয়ে যাচ্ছেন, বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন তাহলে তিনিওতো সেভাবেই তার মেয়ের বাড়িতে লিচু নিয়ে যেতেন। তাই আপনি যে গাছটি কলব দিয়েছেন সেই গাছটিতে যে লিচু হবে সেই লিচু প্রথমে শেখ হাসিনা ও শেখ রেহেনাকে না দিয়ে খাবেন না। তখন এই প্রতিজ্ঞাই করেছিলেন বঙ্গবন্ধু প্রেমিক আব্দুর রাশিদ। এবার তার গাছে লিচুর ফলন ধরেছে এবং পেঁকেছে। তাই শেখ হাসিনার কাছে লিচু পৌছেঁ দেয়ার জন্য তিনি মোবাইল ফোনে প্রধানমন্ত্রী কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে লিচু নিয়ে ঢাকায় রওয়ানা দেন।

সোমবার বেলা তিনটায় বঙ্গবন্ধু প্রেমিক আব্দুর রাশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লিচু নিয়ে তিনি এখন প্রধানমন্ত্রী কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসানের ইস্কাটন রোডের অপরাজিতা বসভবনের নিচেই অবস্থান করছেন এবং সাজ্জাদুল হাসানের সঙ্গেও তার ফোনে কথা হয়েছে। তিনিই প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর প্রেমিক আব্দুর রাশিদের লিচু পৌছে দেয়ার ব্যবস্থা করবেন বলে তার আশা। বঙ্গবন্ধুর প্রেমিক আব্দুর রাশিদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই তার কাছে গাছের পাঁকা লিচুগুলো দিতে চান।

(এসবি/এসপি/মে ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test