E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

২০১৮ মে ৩০ ১৬:০৩:৫০
ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন 

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ আদেশ দেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৬ অক্টোবর জেলার কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ লাল্টু লস্করকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। তদন্ত শেষে সে বছরের ১৫ নভেম্বর লাল্টু লস্করের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফিরোজা কুলসুম। যুক্তিতর্ক উপস্থাপন ও শুনানি শেষ হওয়ায় বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদাণ করা হয়। দন্ডিত লাল্টু লস্কর আড়পাড়া গ্রামের মৃত তাইজউদ্দিনের ছেলে।

(জেআরটি/এসপি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test