E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে উদ্ভাবনী উপায়ে বাল্য বিবাহ বিরোধ মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক প্রশিক্ষক কর্মশালা 

২০১৮ মে ৩০ ১৭:০৮:২৪
আমতলীতে উদ্ভাবনী উপায়ে বাল্য বিবাহ বিরোধ মাঠ পর্যায়ে করণীয় শীর্ষক প্রশিক্ষক কর্মশালা 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিন ব্যাপী উদ্ভাবনী উপায়ে বাল্য বিবাহ বিরোধ মাঠ পর্যায়ে করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় আমতলী উপজেলা প্রশাসন এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কমলেশ চন্দ্র মজুমদার।

সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মো: মজিবুর রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সহিদ উল্যাহ, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা, একেএম নুরুল হক, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার ও মো: হারুন অর রশিদ প্রমুখ।

প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধি, কাজী, পুরোহিত ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এন/এসপি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test