Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ফুলবাড়ীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

২০১৮ মে ৩০ ১৯:০৫:১১
ফুলবাড়ীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসষ্ট্যান্ড বটতলী নামক স্থানে রাজশাহী পান সপ নামের দোকানে বুধবার বিকেল ৪টায় তল্লাশী অভিযান চালিয়ে ২৭পিচ ইয়াবাসহ পান দোকানী তুহিন শাহকে (২৭) আটক করেছে পুলিশ। আটক তুহিন পৌর শহরের উত্তর সুজাপুর প্রফেসরপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে। 

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে থানার এসআই আব্দুল হামিল ও এএসআই সাব্বিরের নেতৃত্বে পুলিশদল ওই পান দোকানে তল্লাশী অভিযান চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা বড়ি জব্দসহ দোকান মালিক তুহিন শাহকে আটক করেছে।

স্থানীয়রা জানান, তুহিন শাহ পান সপের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক বেচাকেনা করে আসছিল। তার সাথে আমবাড়ির জনৈক মাদক স¤্রাটের সখ্যতার সুবাধে আমবাড়ি থেকে মাদক এনে সে বাসষ্ট্যান্ড বটতলী এলাকা থেকে মাদকগুলো দীর্ঘদিন থেকে সরবরাহ করে আসছে।

(এসিজি/এসপি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test