E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে মাদ্রাসা শিক্ষক নিহত হওয়ার জের ১৫ বাড়িতে আগুন

২০১৮ মে ৩০ ২৩:২৯:২০
গৌরীপুরে মাদ্রাসা শিক্ষক নিহত হওয়ার জের ১৫ বাড়িতে আগুন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের কুতুবপুর (হাসনপুর) গ্রামের মাদ্রাসা শিক্ষক মহির উদ্দিন নিহত হওয়ার ঘটনায় বুধবার (৩০মে) আসামী ও সাক্ষীদের বাড়ী ঘরে আগুন দিয়েছে তারাটি দাখিল মাদ্রাসার উত্তেজিত ছাত্র-শিক্ষক ও জনতা।  

নিহত মহির উদ্দিনের ভাই হাসিম উদ্দিন জানান, সিধলা ইউনিয়নের কুতুবপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মাদ্রাসা শিক্ষক মহির উদ্দিন গত শুক্রবার (২৫মে) রাত ১০টার সময় একই গ্রামের আফম আলীর সরকারের ছেলে সাইদুল সরকার বাড়ীর সামনের রাস্তা দিয়ে একটি হ্যা-ট্রলিতে করে মাছ নিয়ে যেতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা মিমাংসাও হয়। এর পর সাইদুল সরকার বহিরাগত লোকজন নিয়ে এসে ঘটনা মিমাংসার জন্য মহির উদ্দিনকে বাড়ী থেকে ডেকে নিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে য়ায়।

গুরুতর আহত মহির উদ্দিনকে বাড়ীর লোকজন প্রথমে মযমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২৮ মে) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। মহির উদ্দিন পাশ্ববর্তী তারাকান্দা থানার তারাটি দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। ব্যাক্তিগত জীবনে তিনি ৪ কন্য সন্তানের জনক ছিলেন। তার ছোট মেয়ের বয়স মাত্র ৪ মাস।

আগুনে পুড়ে যাওয়া একটি ঘরের মালিক এবং মামলার স্বাক্ষী মোফাজ্জল হোসেন জানান, বুধবার নিহত মাদ্রাসা শিক্ষক মহির উদ্দিনের জানাজা অনুষ্ঠানের ঠিক আগে জানাজা পড়তে আসা মাদ্রাসার ছাত্র, শিক্ষক সহ ৬০/৭০ জন অর্তকিতে আসামী সাইদুল সরকার, এরশাদ আলীর বসত ঘর, স্বাক্ষী মৌলভী বাড়ীর মমতাজ উদ্দিন, এনায়েত হোসেন, মীর হোসেন, মোফাজ্জল হোসেনের ৬টি বসত ঘরে আগুন দেয়।

এ ছাড়া গনি মিয়া, ইয়াকুব আলী, আনুয়ার হোসেন, সোলায়মান মোফাজ্জল, আবুর কাশেম সাইদুল, রুহুল আমীন, এবং আঃ ছালামের বাড়ী ঘরে আগুন ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন আবুল কাশেম ভূলন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহমেদ জানান, নিহত শিক্ষক যে মাদ্রাসায় শিক্ষকতা করতেন সেখানের শিক্ষক, ছাত্ররা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে থানায় কোন মামলা দায়ের করা হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অপর দিকে নিহত শিক্ষক মহির উদ্দিনের ভাই বাদী হয়ে ৭ জনের নামে এবং অজ্ঞাত আরো ৩/৪ নামে একটি মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘঁনার সাথে জরিত কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

(এসআইএম/এসপি/মে ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test