E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে ছাত্রদল নেতার বহিস্কার নিয়ে ধুম্রজাল সৃষ্টি

২০১৮ জুন ০১ ১৭:১৭:২৯
কালকিনিতে ছাত্রদল নেতার বহিস্কার নিয়ে ধুম্রজাল সৃষ্টি

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক মোঃ বেলায়েত হোসেন রিমনকে বহিস্কার করা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। জেলা সম্পাদক কর্তৃক বহিস্কার ও সপ্তাহ পর সভাপতি বহিস্কারাদেশ প্রত্যাহার নিয়ে গত কয়েকদনি ধরে উপজেলা ছাত্রদলের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে উপজেলা ছাত্রদলের যুগ্নসম্পাদক মোঃ বেলায়েত হোসেন রিমনকে গত ২২ মে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অহেদুজ্জামান খান অহিদের একক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাময়িক বহিস্কার করা হয়। তার একক সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দেখে অনেক নেতাকর্মীরা হতবাক হয়ে যান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য থাকে যে বেলায়েত হোসেন রিমনকে জেলা ছাত্রদলের সর্বসম্মতিক্রমে সিধান্ত মোতাবেক বহিস্কার করা হয়েছে।

এদিকে ওই বহিস্কারের বিষয়টি ভুল শিকার করে আজ বৃহসপতিবার জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তাতে উল্লেখ্য থাকে যে তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়নি। ভুলক্রমে সাধারন সম্পাদক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে উপজেলা বিএনপির কাছে পাঠিয়েছে। তবে এ বিষয়টি নিয়ে উভয় সংকটে ভুগছেন বিএনপি ও ছাত্রদলের তৃনমুল নেতাকর্মীরা। দুই নেতার দুই রকম প্রেস বিজ্ঞপ্তি নিয়ে কালকিনি ছাত্রদলের মাঝে চরম বিতর্ক দেখা দিয়েছে। এ বহিস্কার নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের ভিন্ন দুইটি প্রেস বিজ্ঞপ্তি নিয়ে উপজেলায় সর্বত্তই চলছে এখন সমালোচনার ঝড়।

কলেজ ছাত্রদলের সভাপতি ইকরামুল ইসলাম লিটন বলেন, প্রেস বিজ্ঞপ্তি কোনটা সত্য কোনটা মিথ্যা তা বলতে পারবনা।

জেলা ছাত্রদলের সম্পাদক অহেদুজ্জামান খান অহিদের সাথে এ বিষয় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জেলা ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান বলেন, রিমনকে শোকজ করা হয়েছিল বহিস্কার করা হয়নি। ওটা সম্পাদক ভুলক্রমে করেছেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি বলেন, এ বিষয়টি ছাত্রদলের বিষয়। তারা দুই নেতাই বলতে পারবে ঘটনাটি মুলত কি।

(এমআরএস/এসপি/জুন ০১, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test