E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় জমি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে আহত ১৫

২০১৮ জুন ০২ ১৭:১২:০২
গলাচিপায় জমি নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে আহত ১৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : বৃহস্পতিবার গলাচিপায় জমিজমা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে। গুরুত্বর নসা আকনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাকি আহতদেরকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সোহাগ হাং (১৮), কবির আকন (৩৫), সালাম হাং (৪৫), মোজাফফর মাতবর (৬৫), নজরুল মাতবর(৪৪), নজরুল হাং (৪৬), রুহুল আলম মাতবর (৩৫), মফিজুল মাতবর (২৬), ফোরকান মাতবর (৩৪)।

সূত্র জানায়, গোলখালী ইউনিয়নে হানিফ হাং গং ও মোস্তফা মাতবর গংদের মধ্যে ১৭ একর জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে একপক্ষ আউশ ধানের বীজ বপন করতে গেলে অপর পক্ষ তাতে বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ১৫জন আহত হয়।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: জাহিদ হোসেন জানান, এ ঘটনায় এক পুলিশ অফিসারকে আহতদের খোঁজ খবর নেয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসডি/এসপি/জুন ০২, ২০১৮)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test