E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উল্লাপাড়ায় আদিবাসী শিক্ষার্থীদের স্কুল পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

২০১৪ জুলাই ১১ ১৮:৫২:০৮
উল্লাপাড়ায় আদিবাসী শিক্ষার্থীদের স্কুল পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি সার্বজনীন কালী মন্দির পরিচালিত আদিবাসি শিক্ষার্থীদের একটি ¯কুল (শিশু শিক্ষা কেন্দ্র) সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন থানা পুলিশ ও এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, এই মন্দিরের নিয়ন্ত্রনে এই এলাকার আদিবাসি শিশুদের লেখা পড়ার জন্য বেসরকারী সংস্থা কারিতাস-এর আর্থিক সহযোগিতায় একটি শিশু শিক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। এই কেন্দ্রে আদিবাসীদের ৬৩জন শিশু শিক্ষার্থী লেখাপড়া করতো। গতকাল শুক্রবার ভোর রাতে কে বা কাহারা স্কুলটির ভিতরে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এতে স্কুলের সকল আসবাবপত্র কাগজপত্র ও চালের টিন পুড়ে গেছে।

স্থানীয় আদিবাসিদের একটি সূত্রে জানা গেছে, চৈত্রহাটি সার্বজনিন কালিমন্দিরের আওতাধীন দেড় শত বিঘা জমি এবং নয়টি পুকুর রয়েছে। এই সকল সম্পত্তি নিয়ে স্থানীয় ভাবে দ্বন্দ রয়েছে। একটি বড় পুকুরের লিজ নিয়ে দুটি পক্ষের মালিকানা দাবী করে দেলোয়ার হোসেন নামের একজন গত মঙ্গলবার মাছ ধরতে আসেন। স্থানীয় আদিবাসীরা মাছ ধরতে বাধা দিলে সে ফিরে যেতে বাধ্য হয়। এ ঘটনার পর শুক্রবার ভোর রাতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটলো।

কারতিসা আদিবাসী গোষ্ঠীর নেতা ও পুড়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের সুপারভাইজার র‌্যানাতুস সরেন অভিযোগ করে বলেন, চৈত্রহাটি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন ও শাহীন আলম তার দলবল নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি পুড়িয়ে দিয়েছে।

মন্দির কমিটির সদস্য যুথিরাণী রায় চৌধুরী জানান, স্থানীয় আদিবাসীরা কেবলমাত্র চৈত্রহাটি কালী মন্দিরের এই পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে থাকেন। অথচ একজন মুসলিম বাক্তি ভুয়া লিজের কথা বলে মাছ ধরতে আসছিলো। এ সকল ঘটনাকে কেন্দ্র করেই পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় আদিবাসীদের পক্ষ থেকে হৃদয় মুরারী বাদি হয়ে একটি মামলা করেছে। তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্কুলটি দ্রুত চালু করার জন্য ঘর এবং আসবাবপত্র তৈরি করার জন্য সরকারী ভাবে সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে। তা ছাড়া কারা এই ঘটনা ঘটিয়েছে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।

(এসএস/এটিআর/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test