E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩০ বছর পর কাতিহার হাটের জমি উদ্বার 

২০১৮ জুন ০৪ ১৬:০৮:৪১
৩০ বছর পর কাতিহার হাটের জমি উদ্বার 

খুরশিদ আলম শাওন, রানীশংকৈল : ঠাকুরগায়ের রানীশংকৈল উপজেলার গরু ছাগলের বৃহৎ হাট কাতিহারের নিজস্ব জমি উদ্বার হলো প্রায় ৩০ বছর পর। গতকাল রবিবার দিনব্যাপী প্রশাসনের নিজস্ব লোকজন দিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে  দিয়ে হাটের জমি উদ্বারে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা। এ সময় ২০টির অধিক আধাপাকা দালানঘরসহ অন্যান্য দোকানঘর ভাঙ্গা হয়। এছাড়াও প্রায় ১০টি বাড়ী ভাঙ্গা হয়।

কাতিহার হাটের প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মুল্যের দেড় একর জমি ৩০ বছর ধরে বিভিন্নভাবে দখল করে দালান ঘর গড়ে তোলেন কিছু ব্যবসায়ী। অন্যদিকে একাধিক বসতিও গড়ে তোলা হয়। এ কারনে হাটের জায়গা স্বল্পতার সৃষ্টি হওয়ায় গরু ছাগলের হাট বাজার সাধারন মানুষের জমি ভাড়া নিয়ে বেচা কেনা করা হতো। সে সুবাধে ইজারাদার সরকারী নির্ধারিত ইজারা থেকে বেশি টাকা আদায় করে আসছিলো যা নিয়ে ক্রেতা বিক্রেতাদের অভিযোগের শেষ ছিলো না। বর্তমান রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা’ যোগদান করার পর থেকে এ জমি উদ্বারে তিনি তৎপর হন দীর্ঘ দিন আইনি জটিলতা সারিয়ে তিনি পরিশেষে জমি উদ্বারে সফল হন।

উপজেলা সহকারী কমিশনার ভুমি সোহাগ চন্দ্র সাহা বলেন,জমি দখল হওয়ায় হাটে অনেক সমস্যা হতো । বৃহৎ স্বার্থেই এবং এলাকার হাটের ঐতিহ্য ফিরিয়ে আনতেই জমি উদ্বার করা হলো। ভবিষ্যৎ আর কাউকে জমি দখল করে স্থাপনা করতে দেওয়া হবে না।

(কেএএস/এসপি/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test