E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ভেজাল পণ্য পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীদের জরিমানা

২০১৮ জুন ০৪ ১৭:৩৬:২০
গৌরীপুরে ভেজাল পণ্য পুড়িয়ে ধ্বংস, ব্যবসায়ীদের জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ফারহানা করিমের নেতৃত্বে সোমবার (৪ জুন) গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ সময় ভেজাল খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রির দায়ে স্থানীয় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ভেজাল খাদ্য সামগ্রী ও পণ্য জব্দকৃত করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন সেমাই, চা পাতা, কয়েল, নিষিদ্ধ পলিথিন ও ভেজাল গুড়া মসলা বিক্রির দায়ে বিজয় সরকার, শ্যামচন্দ্র পোদ্দার, সুমন দেবনাথ, প্রদীপ চন্দ্র দেবনাথ, সুজন মোদক নামে স্থানীয় পাঁচ ব্যবসায়ীকে অর্থ দন্ড করা হয়। পরে জব্দকৃত ভেজাল খাদ্য ও পণ্য সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উক্ত অভিযানের সঙ্গে ছিলেন ২-এপিবিএন (আর্মড পুলিশ) মুক্তাগাছা ময়মনসিংহ’র ওসি আপারেশন মোঃ কাউয়ুমের নেতৃত্বে অন্যান্য সদস্যরা, গৌরপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম শফিক।

(এসআইএম/এসপি/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test