E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাগলা শিয়ালের আক্রমনে তিন শিশুসহ পাঁচজন হাসপাতালে 

২০১৮ জুন ০৪ ১৮:১৭:২৩
পাগলা শিয়ালের আক্রমনে তিন শিশুসহ পাঁচজন হাসপাতালে 

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : পাগলা শিয়ালের আক্রমনে আহত হয়ে ৩ শিশু সহ ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের মধ্যে বিদ্যাবল্লভ গ্রামের রতন মিয়ার ছেলে আলমগীর (১৫), আজিজুল হকের ছেলে ইব্রাহিম (৮), খাইরুল ইসলামের স্ত্রী রোজিনা (২২), কাশেম মিয়ার কন্যা রোজিনা (১০) ও জজ মিয়ার কন্যা মারিয়া (৮)।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুস ছালাম সোমবার জানান, ১ জুন বেলা ১২ টা থেকে ১ টার মধ্যে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ গ্রামে পাগলা শিয়ালের আক্রমনে ৩ শিশু সহ ৫ জন মারাত্মক ভাবে আহত হয়। তবে গ্রামবাসী পাগলা শিয়ালটিকে মেরে ফেলে।

তিনি জানান, আহতরা নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গড়াডোবা ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বাবলু সোমবার জানান, পাগলা শিয়ালের আক্রমনের ফলে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীনাত সাবাহ বলেন, আহতদের সঠিক চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(এসবি/এসপি/জুন ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test