E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ২ হাজার দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

২০১৮ জুন ০৫ ১৪:০৩:১২
রায়পুরে ২ হাজার দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ঈদুল ফিতর উপলক্ষে সেলিনা-শহিদ ফাউন্ডেশনের উদ্যোগে চরাঞ্চলের ২ হাজার অসহায়-দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ মাঠে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনআরবি ব্যাংকের ভাইচ চেয়্যারম্যান কাজী সহিদ ইসলাম পাপুল।

এসময় উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা ইসলাম, পৌর মেয়র ইসমাইল খোকন ও স্থানীয় চেয়ারম্যান হোসেন আহম্মেদ প্রমুখ।

এর আগে প্রধান অতিথি পাপুল ও তাঁর স্ত্রী ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা ইসলাম দুস্থদের মধ্যে শাড়ি বিতরণের জন্য ঢাকা থেকে হেলিকপ্টারের চড়ে বেলা ৩ টার দিকে স্থানীয় একটি মাঠে অবতরণ করে। পরে দুস্থ অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ টাকা বিতরণ করে হেলিকপ্টার যোগে ঢাকা চলে যায়।

এছাড়াও প্রধান অতিথি আগামী নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। গত এক বছর ধরে নিজ উদ্যোগে এলাকায় নানা সামাজিক কাজে আসা-যাওয়ার করছেন।

(এমআরএস/এসপি/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test