E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমজাদকে জার্মান ভ্রমণের ব্যবস্থা করবে দূতাবাস

মাগুরার আমজাদের পৃথিবীর সর্ববৃহৎ সাড়ে ৫ কিলোমিটার জার্মান পতাকা প্রদর্শন

২০১৮ জুন ০৫ ১৬:২৫:২৯
মাগুরার আমজাদের পৃথিবীর সর্ববৃহৎ সাড়ে ৫ কিলোমিটার জার্মান পতাকা প্রদর্শন

মাগুরা প্রতিনিধি : পৃথিবীর সবৃহৎ জার্মান পতাকা প্রদর্শন করল মাগুরার আমজাদ হোসেন। নিজের জমি বিক্রি করে আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ এ পতাকাটি তৈরি করেন জার্মান ফুটবল দলের সমর্থক আমজাদ হোসেন।

মাগুরা নিশ্চিন্তপুর স্কুল মাঠে মঙ্গলবার সকালে এ পতাকা প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জার্মানি দূতাবাসে ডিপ্লোমেট ক্যারেন উইজোরা ও শিক্ষা ও সংস্কৃতি কর্মকর্তা তামারাকবির ছাড়াও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত হয়েছিলেন।

অনুষ্ঠানে আমজাদ জানান, ২০১৪ সালের বিশ্বকাপে নিজের জমি বিক্রি করে সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরি করে ছিলেন তিনি। সে সময় জার্মানির রাষ্ট্রদূত মাগুরা এসে তাকে সম্বর্ধনা দিয়েছিলেন। এবার ১০ শতক জমি বিক্রির অর্থ এবং কিছু মানুষের সহযোগিতায় এটির দৈর্ঘ্য সাড়ে পাচ কিলোমিটার দীর্ঘ করেছেন। কোন কিছু পাওয়ার আশায় নয় শুধুমাত্র ফুটবল ভালোবাসেন তাই এরকম উদ্যোগ।

প্রদর্শনী অনুষ্ঠানে জার্মান দুতাবাসের দুই কর্মকর্তা আমজাদের এই ফুটবল ও জার্মান দল প্রীতিতে মুগ্ধ। তাদের জানা মতে তাদের ফুটবল দলের সমর্থনে এটাই সম্ভবত বিশ্বের মধ্যে সবচেয়ে দীর্ঘ পতাকা। এ জন্য তারা আমজাদ হোসেন ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। মাগুরায় এটাই তাদের প্রথম সফর নয়, গত ২০১৪ সালের বিশ্ব কাপে সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘের পতাকা দেখতে জার্মান দুতাবাসের চার্জ দ্য এ্যাফায়ারস্এ খানে এসেছিলেন।

আমরা জানি আমজাদ অনেক কষ্ট করে এটি তৈরি করেছে তাই আমাদের কর্তব্য তার পাশে থাকা। আমরা তার পাশে থাকব এবং আমজাদের জার্মানি সফরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, রাজনীতিবিদ ও সমাজ সেবক অ্যাড. হাসান সিরাজ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফিজার মোল্লা। এছাড়াও পার্শ্ববতী বিভিন্ন জেলা থেকে জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা এ অনুষ্ঠানে যোগ দেন।

(ডিসি/এসপি/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test