E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিজের কল্যাণের জন্য দুর্নীতিমুক্ত থাকতে হবে’

২০১৮ জুন ০৫ ১৯:০৫:৩৪
‘নিজের কল্যাণের জন্য দুর্নীতিমুক্ত থাকতে হবে’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ‘নিজের কল্যাণের জন্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে, নিজের মঙ্গলের জন্যই ভালো থাকতে হবে। দুর্নীতিবাজ কখনো সুখী হতে পারে না। দুর্নীতির কারণে সাধারণ মানুষ ন্যায্য সেবা থেকে বঞ্চিত হয়। আমরা বিশ্বাস করি, এ দেশ একদিন শতভাগ দুর্নীতিমুক্ত হবে।’

নড়াইলের লোহাগড়া উপজেলায় গত বুধবার সকালে দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা অংশ নেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।

এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে যেমন অভিযান চলছে। দুর্নীতির ব্যাপারেও পুলিশবাহিনী সতর্ক। পুলিশ সদস্যদেরকে যেমন দেখাভালো করা হয়, তেমনি কোনো দুর্নীতির খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় দেশটিকে গড়তে চাই।.

‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদকের যশোর অঞ্চলের উপপরিচালক মো. আব্দুল গাফফার, সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ কবির হোসেন, সদস্য আবু আব্দুল্লাহ, সাবেক সভাপতি অরবিন্দ আচার্য প্রমুখ।

(আরএম/এসপি/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test