E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে বাস দুর্ঘটনায় অর্ধশত শ্রমিক আহত

২০১৮ জুন ০৫ ২৩:২৯:২৯
ধামরাইয়ে বাস দুর্ঘটনায় অর্ধশত শ্রমিক আহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আজ মঙ্গলবার বিকেলে এ কে এইচ ইকো এপারেলস লিঃ এর একটি শ্রমিক বাহীবাস প্রতিদিনের মত ছুটি শেষে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলো। শ্রমিকবাী বাসটি ধামরাইয়ের ডাউটিয়ায় পৌছলে মানিকগঞ্জে যাবার সময় দ্রুতগামী একটি বাসের সাথে সংঘর্ষে অর্ধশত শ্রমিক আহত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল ৬টায় এ কে এইচ ইকো এপারেলস লিঃ ছুটির পর ধামরাই থেকে সাভারের য়াবার পথে দুইবাসের মুখোমুখি সংঘর্ষ একেএইচ প্রতিষ্ঠানের ৬০/৬৫ জন শ্রমিক নিয়ে গাড়িটি সড়কে উপর উল্টে যায়। এসময় গাড়িতে থাকা প্রায় সকলেই আহত হয়। মানিকগঞ্জগামী গাড়িটি পালিয়েগেছে।

এসময় ঢাকা আরিচা মহা সড়কে যান জটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ধামরাই ফায়ার ষ্টেশনের একটি ইউনিট দুর্ঘনাস্থলে পৌছে উপস্থিত মানুষের সহযোগিতা দূর্ঘটনায় কবলিত শ্রমিকবাহী বাসের আহত যাত্রী শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এদের মধ্যে ১৩ জনকে ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। বাকি আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

দূর্ঘটনার সংবাদ পেয়ে ধামরাই ভাথুলিস্থ এ কে এইচ ইকো এপারেলস লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে। এখান প্রাথমিক চিকিৎসা নেবার পর ১৩ জন সহ অন্যদের এ কে এইচ ইকো এপারেলস লিঃ কোম্পানীর চুক্তিবদ্ধ সাভারের এনাম হাসপাতালে নিয়ে যায় সকল আহত শ্রমিকদের।আহতের মধ্যে দুজনের অবস্থা গুরতর বলে জানা গেছে।

ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ ফজলুল হক বলেন ১৩ জন আহত শ্রমিককে তারা চিকিৎসা দিয়েছেন। এ কে এইচ ইকো এপারেলস লিঃ কোম্পানীর চুক্তিবদ্ধ আছে। এজন্যে এখান থেকে সাভারের এনাম হাসপাতালে নিয়ে যায় সকল আহত শ্রমিকদের।আহতের মধ্যে দুজনের অবস্থা গুরতর বলে জানান।

(ডিসিপি/এসপি/জুন ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test