E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেবা থেকে বঞ্চিত প্রায় ৪ লাখ মানুষ

তিন চিকিৎসকে চলছে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! 

২০১৮ জুন ০৬ ১৫:১৯:২৫
তিন চিকিৎসকে চলছে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স! 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে সেবা দিচ্ছে মাত্র ৩জন ডাক্তার। এছাড়াও বাহ্যিক ও অভ্যন্তরীন নানা সমস্যায় জর্জড়িত সরকারী এই সেবা দানকারী প্রতিষ্ঠানটিতে। এদিকে হাসপাতালের মধ্যে চিকিৎসকদের বসবাসের আবাসিক ভবন থাকলেও এতে থাকেন না কেউ। তাই সেগুলো আজ নষ্টের পথে। আর রোগীদের অভিযোগ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই-একটি ওষুধ থাকলেও বাকিগুলো বাহির থেকে কিনে নেয়ার জন্য বলা হয়। 

জানা গেছে, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে সরকারী নীতিমালা অনুসারে ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১৮জন চিকিৎসক ও ২৮জন সেবিকা থাকার নির্দেশনা থাকলেও বর্তমানে এই স্বাস্থ্যকমপ্লেক্সে মাত্র ৩জন চিকিৎসক ও ৮জন সেবিকা রয়েছে। যারা প্রতিদিন স্বাস্থ্যকমপ্লেক্সে আসা শত শত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। আধুনিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলায় বসবাসরত প্রায় ৪লাখ মানুষ।

এই স্বাস্থ্যকমপ্লেক্সটি ডাক্তার ও নার্সসহ বিভিন্ন সমস্যায় জর্জড়িত। বিশেষ করে এক্সরে মেশিনসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার মেশিনগুলো অনেক দিন থেকে নষ্ট। তাই অতিসত্তর সরকার যদি এসব সমস্যার সমাধান করে তাহলে উপজেলাবাসী অনেক উপকৃত হবে বলে জানালেন রাণীনগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইসমাইল হোসেন।

তাদের অভিযোগ, যে ৩জন ডাক্তার রয়েছে তারা নিয়মিত অফিসে আসেন না। তাহলে তারা কিভাবে চিকিৎসা সেবা নিতে পারবেন। আর এতো বড় উপজেলায় সব সময় রোগীদের ভীড় লেগেই থাকে। এদিকে ডাক্তারের পাশাপাশি নার্সও সংকট রয়েছে বলে জানালেন তারা।

বর্তমানে মাত্র ৩জন চিকিৎসক থাকার কারনে স্বাস্থ্য সেবা দিতে সব সময় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আর এই কয়েকজন ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবা দেয়া তাদের পক্ষে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে আবার ওষুধ সংকট।

অভিযোগে শামিমা আক্তার নামে এক গর্ভবতি নারী বলেন, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে আসার কথা বলা হলেও তিনি এসে ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন। তাকে আবার নতুন করে তারিখ দেয়া হয়েছে। আর সরকারের পক্ষ থেকে যে সকল ওষুধ বিনামূল্যে রোগীদের দেয়ার কথা রয়েছে সেগুলো বাহির থেকে কিনে নিতে হয় তাদের।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এসএম নজমুল আহসান বলেন, চিকিৎসক ও নার্স সংকটের কারণে স্বাস্থ্য সেবা দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এ ব্যাপারে উদ্ধর্তন কর্মকর্তাকে একাধিকবার লিখিত ভাবে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। রাণীনগর উপজেলাবাসীর এই স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত সমাধান হোক এমন চাওয়া তাদের।

(এসকেপি/এসপি/জুন ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test