E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতানকে ভোক্তার জরিমানা

২০১৮ জুন ০৬ ১৬:৫৪:৩২
শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতানকে ভোক্তার জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : পর্যটন শহর ও চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলের অভিজাত পাঁচতারকা মানের হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্টকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ৬ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে জাহিদুল ইসলাম নামে একজন ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ী এলাকা রাধানগরে অবস্থিত গ্রান্ড সুলতান টি রিসোর্টকে উল্লেখিত পরিমান অর্থ জরিমানা আরোপ ও তা আদায় করেন।

আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থ আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রদান করা হয়। গ্রান্ড সুলতান টি রিসোর্টের বিরুদ্ধে অভিযোগ ছিল নির্ধারীত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি।

(একে/এসপি/জুন ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test